নবাবগঞ্জ উপজেলা (Nawabganj Upazila)
নবাবগঞ্জ উপজেলা
নবাবগঞ্জ উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
১৭৯৩ সালে নবাবগঞ্জ অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলার আয়তন ৩১৪.৬৮ বর্গ কিলোমিটার। অবস্থান: ২৫°১৪´ থেকে ২৫°৩৪´ এবং উত্তর অক্ষাংশ ৮৮°৫৮´ থেকে ৮৯°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ। এ উপজেলার উত্তরে পার্বতীপুর উপজেলা, দক্ষিণে ঘোড়াঘাট উপজেলা ও হাকিমপুর উপজেলা, পূর্বে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলা ও বদরগঞ্জ উপজেলা, পশ্চিমে বিরামপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা।
ইউনিয়ন - জয়পুর, বিনোদনগর, গোলাপগঞ্জ, শালখুরিয়া, পুটিমারা, ভাদুরিয়া, দাউদপুর, মাহামুদপুর ও কুশদহ।
Nawabganj Upazila
Nawabganj Upazila is an administrative area of Dinajpur District under Rangpur Division of Bangladesh.
In 1793, Nawabganj was established as a police station in the undivided Dinajpur district.
The area of Nababganj upazila is 314.68 square kilometers. Location: 25°14' to 25°34' north latitude and 88°58' to 89°13' east longitude. This upazila is to the north by Parvatipur upazila, to the south by Ghoraghat upazila and Hakimpur upazila, to the east by Pirganj upazila, Mithapukur upazila and Badarganj upazila of Rangpur district, to the west by Birampur upazila and Phulbari upazila.
Unions - Jaipur, Sanataragar, Golapganj, Shalkhuria, Putimara, Bhaduria, Daudpur, Mahamudpur and Kushdah
কোন মন্তব্য নেই