Header Ads

Header ADS

জলঢাকা উপজেলা

জলঢাকা উপজেলা


জলঢাকা উপজেলা
জলঢাকা উপজেলা ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। জলঢাকা পৌরসভা, ইউনিয়ন সমূহ: গোলমুন্ডা ইউনিয়ন মীরগঞ্জ ইউনিয়ন ডাউয়াবাড়ী ইউনিয়ন বালাগ্রাম ইউনিয়ন গোলনা ইউনিয়ন ধর্মপাল ইউনিয়ন শিমুলবাড়ী ইউনিয়ন কাঁঠালী ইউনিয়ন খুটামারা ইউনিয়ন শৌলমারী ইউনিয়ন কৈমারী ইউনিয়ন।

ইতিহাস
১৯৮৩ তারিখ জলঢাকাকে প্রশাসনিক মানোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছর উপজেলা ঘোষিত হলেও জলঢাকার ইতিহাস অতি প্রাচীন। জলঢাকা আসামের কামরুপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আনুমানিক ৬ষ্ঠ অথবা ৭ম শতাব্দীতে কামরুপ রাজ্যের রাজা ভগদত্ত এ রাজ্য শাসন করতেন। কুচবিহারের জলঢাকা নামে একটি নদী ভূটান থেকে উৎপন্ন হয়ে এ উপজেলায় এসে তিস্তা নদীর মূল স্রোতধারায় বাহিত হত বলে নদীর নামে এ স্থানের নাম হয় জলঢাকা। আবার অনেকে মনে করেন স্থানটিতে তিস্তা ও করতোয়া নদীর মিলিত স্রোত প্রবাহিত ছিল। জলে ঢাকা ছিল বলে নদী তার গতিপথ পরিবর্তন করলে জেগে উঠা স্থানটির নাম হয় জলঢাকা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.