Header Ads

Header ADS

জলঢাকা উপজেলা (Jaldhaka Upazila)

জলঢাকা উপজেলা

https://msakter.blogspot.com


জলঢাকা বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা। এ উপজেলার উত্তরে ডিমলা উপজেলা, দক্ষিণে কিশোরগঞ্জ উপজেলা, পূর্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ও কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে নীলফামারী সদর উপজেলা ও ডোমার উপজেলা। 

জলঢাকা উপজেলা ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। জলঢাকা পৌরসভা, ইউনিয়ন সমূহ: গোলমুন্ডা ইউনিয়ন, মীরগঞ্জ ইউনিয়ন, ডাউয়াবাড়ী ইউনিয়ন, বালাগ্রাম ইউনিয়ন, গোলনা ইউনিয়ন, ধর্মপাল ইউনিয়ন, শিমুলবাড়ী ইউনিয়ন, কাঁঠালী ইউনিয়ন, খুটামারা ইউনিয়ন, শৌলমারী ইউনিয়ন, কৈমারী ইউনিয়ন। 

ইতিহাস 
১৯৮৩ তারিখ জলঢাকাকে প্রশাসনিক মানোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছর উপজেলা ঘোষিত হলেও জলঢাকার ইতিহাস অতি প্রাচীন। জলঢাকা আসামের কামরুপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আনুমানিক ৬ষ্ঠ অথবা ৭ম শতাব্দীতে কামরুপ রাজ্যের রাজা ভগদত্ত এ রাজ্য শাসন করতেন। কুচবিহারের জলঢাকা নামে একটি নদী ভূটান থেকে উৎপন্ন হয়ে এ উপজেলায় এসে তিস্তা নদীর মূল স্রোতধারায় বাহিত হত বলে নদীর নামে এ স্থানের নাম হয় জলঢাকা। আবার অনেকে মনে করেন স্থানটিতে তিস্তা ও করতোয়া নদীর মিলিত স্রোত প্রবাহিত ছিল। জলে ঢাকা ছিল বলে নদী তার গতিপথ পরিবর্তন করলে জেগে উঠা স্থানটির নাম হয় জলঢাকা ।

https://msakter.blogspot.com
Daliya Bridge

https://msakter.blogspot.com
Daliya Bridge

https://msakter.blogspot.com


Jaldhaka Upazila
Jaldhaka is an upazila of Nilphamari district of Bangladesh. This upazila is bounded by Dimla upazila in the north, Kishoreganj upazila in the south, Hatibandha upazila and Kaliganj upazila of Lalmonirhat district in the east, Nilphamari Sadar upazila and Domar upazila in the west.

Jaldhaka Upazila consists of 1 municipality and 11 unions. Jaldhaka Municipality, Unions: Golmunda Union, Mirganj Union, Dauabari Union, Balagram Union, Golna Union, Dharmapal Union, Shimulbari Union, Kanthali Union, Khutamara Union, Shaulmari Union, Kaimari Union.

History
In 1983, Jaldhaka was declared as an administrative elevated police station and in the same year it was declared an upazila, but the history of Jaldhaka is very old. Jaldhaka was part of the Kamrup state of Assam. Around the 6th or 7th century, King Bhagadatta of the Kamrup kingdom ruled the kingdom. A river named Jaldhaka in Cooch Behar originated from Bhutan and came to this upazila and was carried in the main stream of Teesta river, so the place is named Jaldhaka after the river. Others believe that the confluence of the Teesta and Karatoa rivers flowed in the place. When the river changed its course because it was covered with water, the place that wakes up is called Jaldhaka.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.