Header Ads

Header ADS

নাগেশ্বরী উপজেলা (Nageshwari Upazila)

নাগেশ্বরী উপজেলা
https://msakter.blogspot.com



বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আয়তন: ৪১৫.৮০ বর্গ. কি. মি, সংসদীয় এলাকা কুড়িগ্রাম ১টি।

ইতিহাস
নাগেশ্বরী বিলের নাম অনুযায়ী এই এলাকার নাম হয় নাগেশ্বরী। এই বিলের নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে। কথিত আছে, নাগেশ্বরী বিলের তীরে অবস্থিত মন্দিরে দুর-দুরান্ত থেকে নাগা সন্ন্যাসীরা এসে পুজা দিত। এ থেকে এ বিলের নাম হয় নাগেশ্বরী। আবার কেউ কেউ মনে করেন, এ বিলে বিভিন্ন প্রজাতির নাগ বা সাপ যেমন- শীষ নাগ, কাল নাগ, পঙ্খীরাজ নাগ, দুধ নাগ ইত্যাদি থাকতো। তাই এ বিলের নাম নাগেশ্বরী। (১) রামখানা (২) রায়গঞ্জ (৩) সন্তোষপুর (৪) বামনডাঙ্গা (৫) নেওয়াশী (৬) হাসনাবাদ (৭) ভিতরবন্দ (৮) নুনখাওয়া (৯) কালীগঞ্জ (১০) বেরুবাড়ী (১১) কেদার (১২) কচাকাটা (১৩) বল্লভেরখাস (১৪) নারায়নপুর এবং (১৫) নাগেশ্বরী পৌরসভা নিয়ে গঠিত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.