শ্যামনগর উপজেলা (Shyamnagar Upazila)
শ্যামনগর উপজেলা
শ্যামনগর হলো বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার একটি উপজেলা। এটি বাংলাদেশের হাতিয়ার পর ২য় বৃহত্তম উপজেলা।
বাংলাদেশের সর্বদক্ষিণ-পশ্চিমে অবস্থিত উপজেলা হল শ্যামনগর। এর আয়তন ১৯৩১.২৪ বর্গ কিমি। অবস্থান: ২১°৩৬´ থেকে ২২°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´ থেকে ৮৯°১৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কালীগঞ্জ (সাতক্ষীরা) ও আশাশুনি উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে কয়রা ও আশাশুনি উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
এই উপজেলার মোট জনসংখ্যা ৩,১৩,৭৮১ জন। এদের মধ্যে পুরুষ ১,৬০,২৯৪ জন এবং মহিলা ১,৫৩,৪৮৭ জন। মুসলিম ২,৪৩,২৫৭ জন, হিন্দু ৭০,১৫১ জন, বৌদ্ধ ৫৬ জন, খ্রিষ্টান ২০ জন এবং ২৯৭ জন অন্যান্য ধর্ম ও মতাবলম্বী। এ উপজেলায় মুন্ডা, ভগবেনে, চন্ডাল, কৈবর্ত প্রভৃতি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
শ্যামনগর থানা গঠিত হয় ১৮৯৭ সালে। শ্যামনগর পৌরসভা ১টি। শ্যামনগর থানায় ১২টি ইউনিয়ন, ১২৭টি মৌজা/মহল্লা এবং ২১৬টি গ্রাম আছে। ইউনিয়নগুলো হলো:
- ভুরুলিয়া ইউনিয়ন
- কাশিমাড়ী ইউনিয়ন
- শ্যামনগর ইউনিয়ন
- নূরনগর ইউনিয়ন
- কৈখালী ইউনিয়ন
- রমজাননগর ইউনিয়ন
- মুন্সীগঞ্জ ইউনিয়ন
- ঈশ্বরীপুর ইউনিয়ন
- বুড়িগোয়ালিনী ইউনিয়ন
- আটুলিয়া ইউনিয়ন
- পদ্মপুকুর ইউনিয়ন
- গাবুরা ইউনিয়ন
প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থান
- রাজা প্রতাপাদিত্য কর্তৃক প্রতিষ্ঠিত বংশীপুর শাহী মসজিদ (মোঘল আমলে নির্মিত),
- নকিপুর হরিচরণ রায়চৌধুরীর বিখ্যাত জমিদার বাড়ি,
- শ্যামনগর জমিদার বাড়ি নুরুল্লা খাঁ মাজার (নূরনগর),
- ইশ্বরীপুর হাম্মামখানা (বংশীপুর),
- ভুরুলিয়া সার্বজনীন কালীমন্দির,
- যীশুর গির্জা (১৫৯৯),
- গোবিন্দ দেবের মন্দির (গোপালপুর, ১৫৯৩),
- জাহাজঘাটা নৌদুর্গ (খানপুর, ভুরুলিয়া),
- রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাট
- ঐতিহাসিক গোপালপুর স্মৃতিসৌধ
- যশোরেশ্বরী মন্দির (ঈশ্বরীপুর),
- চন্ড ভৈরবের মন্দির (ঈশ্বরীপুর),
অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে:
- মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত,
- আঠারবাঁকি নদী
- আকাশনীলা পার্ক, মুন্সীগঞ্জ,
- আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার,
- কলাগাছি, সুন্দরবন,
- গোপালপুর দীঘি পার্ক,
Shyamnagar Upazila
Shyamnagar is an upazila of Satkhira district in Khulna division of Bangladesh. It is the 2nd largest upazila in Bangladesh after Hatiyar.
Shyamnagar is the most south-western upazila of Bangladesh. Its area is 1931.24 square km. Location: 21°36' to 22°24' North latitude and 89°00' to 89°19' East longitude. Boundary: Kaliganj (Satkhira) and Asashuni upazilas on the north, Bay of Bengal on the south, Koira and Asashuni upazilas on the east, West Bengal state of India on the west.
The total population of this upazila is 3,13,781 people. Among them 1,60,294 males and 1,53,487 females. Muslims 2,43,257, Hindus 70,151, Buddhists 56, Christians 20 and 297 other religions and creeds. Ethnic groups like Munda, Bhagbene, Chandal, Kaivarta etc live in this upazila.
Shyamnagar police station was formed in 1897. Shyamnagar Municipality 1. Shyamnagar police station has 12 unions, 127 mauzas/mahallas and 216 villages. The unions are:
- Bhurulia Union
- Kashimari Union
- Shyamnagar Union
- Nurnagar Union
- Kaikhali Union
- Ramzannagar Union
- Munshiganj Union
- Ishwaripur Union
- Burigoalini Union
- Atulia Union
- Padmapukur Union
- Gabura Union
Ancient monuments and places of interest
- Banshipur Shahi Mosque (built during the Mughal period) founded by King Pratapaditya,
- The famous zamindar house of Nakkipur Haricharan Roy Chowdhury,
- Shyamnagar Zamindar Bari Nurulla Khan Mazar (Nurnagar),
- Ishwaripur Hammamkhana (Banshipur),
- Bhuruliya Universal Kalimandir,
- Church of Jesus (1599),
- Temple of Govinda Dev (Gopalpur, 1593),
- Jahashaghata Naudurg (Khanpur, Bhurulia),
- Dhumghat was the capital of King Pratapaditya
- Historical Gopalpur Memorial
- Jashoreswari Temple (Ishwaripur),
- Chand Bhairav Temple (Ishwaripur),
Other attractions include:
- Mandarbaria Beach,
- Atharbanki river
- Akashneela Park, Munshiganj,
- Akashneela Eco Tourism Centre,
- Banana, Sundarbans,
- Gopalpur Dighi Park,
কোন মন্তব্য নেই