দিনাজপুর সদর উপজেলা (Dinajpur Sadar Upazila)
দিনাজপুর সদর উপজেলা
দিনাজপুর সদর বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
দিনাজপুর সদর উপজেলার আয়তন ৩৫৪.৭৩ বর্গ কিলোমিটার (৮৭,৬৫৬ একর)।[২] ২৫°২৮´ থেকে ২৫°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৩৪´ থেকে ৮৮°৪৬´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কাহারোল উপজেলা ও খানসামা উপজেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে চিরিরবন্দর উপজেলা, পশ্চিমে বিরল উপজেলা।
দিনাজপুর সদর উপজেলায় ১টি পৌরসভা, ১০টি ইউনিয়ন পরিষদ, ২১৬টি মৌজা ও ২০৫টি গ্রাম রয়েছে। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দিনাজপুর সদর থানার আওতাধীন।
Dinajpur Sadar Upazila
Dinajpur Sadar is an upazila in Dinajpur district of Bangladesh.
Dinajpur Sadar Upazila has an area of 354.73 square kilometers (87,656 acres). The upazila is located between 25°28' to 25°48' north latitude and 88°34' to 88°46' east longitude. Kaharol Upazila and Khansama Upazila are to the north of this upazila, West Bengal of India to the south, Chirirbandar Upazila to the east, Birol Upazila to the west.
Dinajpur Sadar Upazila has 1 municipality, 10 union parishads, 216 mauzas and 205 villages. The administrative activities of this upazila are under the jurisdiction of Dinajpur Sadar Police Station.
কোন মন্তব্য নেই