পার্বতীপুর উপজেলা (Parvatipur Upazila)
পার্বতীপুর উপজেলা
পার্বতীপুর উপজেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
ইতিহাসে জানা গেছে যে, পার্বতীপুরের খোলাহাটির নিকটে কিচন বা কিচক নামে এক রাজার গড় বা বিলাসকেন্দ্র ছিল। রাজার অপূর্ব সুন্দরী মেয়ে ছিল যার নাম পায়রাবতী । পায়রাবতী বাল্যবিধবা ছিল । গড়ের অনতিদুরে দুর্বৃত্ত কর্তৃক অপহুত হবার পর তার শ্লীলতাহানী হয় । অতপর পায়রাবতী দীঘির জলে আত্নহত্যা করে । এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে এ স্থানের নাম পায়রাবতীপুর হয় । যা পরবর্তীতে পার্ব্বতীপুর হিসেবে ও বর্তমানে পরিবর্তিত হয়ে পার্বতীপুর হয়।
পার্বতীপুর উপজেলার আয়তন ৩৯৫.১০ বর্গ কিলোমিটার। ২৫°১০´ থেকে ২৫°৪৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৯´ থেকে ৮৯°০৬´ পূর্ব দ্রাঘিমাংশে পার্বতীপুর উপজেলার অবস্থান। দিনাজপুর জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার এবং রংপুর থেকে ৩৯ কিলোমিটার । এ উপজেলার উত্তরে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা, পূর্বে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা, পশ্চিমে চিরিরবন্দর উপজেলা।
পার্বতীপুর থানা গঠিত হয় ১৮০০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে।
Parvatipur Upazila
Parvatipur Upazila is an administrative area of Dinajpur District under Rangpur Division of Bangladesh.
It is known in history that near Kholahati in Parvatipur there was a Gara or luxury center of a king named Kitchan or Kitchak. The king had a beautiful daughter named Payravati. Payravati was a child widow. After being abducted by a miscreant not far from Gad, she is molested. Then Payravati committed suicide in the water of Dighi. After this incident, this place was named Payravatipur. Which was later changed to Parbatipur and now Parbatipur.
The area of Parvatipur Upazila is 395.10 square kilometers. Parvatipur Upazila is located at 25°10' to 25°47' North latitude and 88°49' to 89°06' East longitude. The distance of this upazila is about 32 km from Dinajpur district headquarters and 39 km from Rangpur. Syedpur Upazila of Nilphamari District to the North, Phulbari Upazila and Nawabganj Upazila to the South, Badarganj Upazila of Rangpur District to the East, Chirirbandar Upazila to the West.
Parvatipur thana was formed in 1800 and the thana was converted into upazila in 1983. This upazila has 1 municipality and 10 unions.
কোন মন্তব্য নেই