বিরল উপজেলা (Birol Upazila)
বিরল উপজেলা
বিরল বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। দিনাজপুর একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার বিরল উপজেলা টি জেলা সদর হতে প্রায় ৯ কিমি পশ্চিমে অবস্থিত।
অবস্থানঃ ২৫°৩১´ থেকে ২৫°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৬´ থেকে ৮৮°৩৮´ পূর্ব দ্রাঘিমাংশ। আয়তনঃ ৩৫৩.৯৮ বর্গ কিমি। সীমানাঃ উপজেলার উত্তরে বোচাগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা, দক্ষিণে দিনাজপুর সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে দিনাজপুর সদর উপজেলা ও পুনর্ভবা নদী, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ১৩ নভেম্বর পাকবাহিনী বিজোড়া ইউনিয়নের বহলায় ৩৭ জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। ১৫ ডিসেম্বর বগুলাখারীতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও উপজেলার বহবল দীঘিতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় ১০০ পাকসেনা নিহত হয়। উপজেলায় ১টি গণকবরের সন্ধান পাওয়া গেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে ১টি মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে।
Birol upazila
Birol is an upazila of Dinajpur district of Bangladesh. Dinajpur is a border district. Birol upazila of this district is located about 9 km west of the district headquarters.
Location: 25°31' to 25°46' North Latitude and 88°26' to 88°38' East Longitude. Area: 353.98 sq km. Boundaries: Bochaganj Upazila and Kaharol Upazila on the North, Dinajpur Sadar Upazila and West Bengal on the South, Dinajpur Sadar Upazila and Punarbhaba River on the East, West Bengal on the West.
War of Liberation On November 13, 1971, Pak Army brutally killed 37 innocent people under the influence of Bizora Union. On December 15, 30 freedom fighters were martyred in the fight of freedom fighters with Pak army in Bagulakhari. Also, about 100 Pak Army soldiers were killed in the fight of freedom fighters with the Pak Army in Bahabal Dighi of the upazila. 1 mass grave has been found in the upazila, 1 liberation war museum has been established as a memorial of the liberation war.
Birol upazila has 12 unions.
কোন মন্তব্য নেই