Header Ads

Header ADS

বাংলাদেশের পরিচয়


বাংলাদেশের পরিচয়

আমাদের দেশ বাংলাদেশ। নদী মাতৃক ও সবুজ স্যামল এই দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ শহর। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.২০ কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৯%, গড় আয়ুষ্কাল ৭০.৮ বছর, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি. ১০৬৪ জন, মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার, সাক্ষরতার হার৭+ বছর ৬২.৩%, দারিদ্র্যের নিম্নসীমা ১২.৯%, দারিদ্র্যের উর্দ্ধসীমা ২৪.৮%।

বাংলাদেশের বর্তমান ৮টি বিভাগ, ৯ম বিভাগ হতে যাচ্ছে ময়নামতি বিভাগ, বর্তমান জেলা ৬৪ টি তবে ৬৫তম জেলা হবে ভৈরব, ৩য় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর, বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯২টি, সর্বশেষ লালমাই (কুমিল্লা), বর্তমানে দেশে থানার সংখ্যা ৬৫০টি, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৮টি, সর্বশেষ দোহাজারি (চট্রগ্রাম), বর্তমানে মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার, জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ১০৩৫ জন, দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা ১১০টি, জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা ১২ জন, সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম রাঙাপ্রভাত, দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম এম ভি বাঙালি, প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে ঢাকার মহাখালীতে, পদ্মা সেতু নির্মাণ করবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি, বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস), বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪, বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে ১৯৪৬৭বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে, বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে ২৭টি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.