বাংলাদেশের পরিচয় (Bangladesh's Identity)
বাংলাদেশের পরিচয়
আমাদের দেশ বাংলাদেশ। নদী মাতৃক ও সবুজ স্যামল এই দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ শহর। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.২০ কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৯%, গড় আয়ুষ্কাল ৭০.৮ বছর, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি. ১০৬৪ জন, মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার, সাক্ষরতার হার৭+ বছর ৬২.৩%, দারিদ্র্যের নিম্নসীমা ১২.৯%, দারিদ্র্যের উর্দ্ধসীমা ২৪.৮%।
বাংলাদেশের বর্তমান ৮টি বিভাগ, ৯ম বিভাগ হতে যাচ্ছে ময়নামতি বিভাগ, বর্তমান জেলা ৬৪ টি তবে ৬৫তম জেলা হবে ভৈরব, ৩য় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর, বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯২টি, সর্বশেষ লালমাই (কুমিল্লা), বর্তমানে দেশে থানার সংখ্যা ৬৫০টি, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৮টি, সর্বশেষ দোহাজারি (চট্রগ্রাম), বর্তমানে মাথাপিছু আয় ১৪৬৬ মার্কিন ডলার, জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ১০৩৫ জন, দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা ১১০টি, জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা ১২ জন, সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম রাঙাপ্রভাত, দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম এম ভি বাঙালি, প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে ঢাকার মহাখালীতে, পদ্মা সেতু নির্মাণ করবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি, বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস), বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪, বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে ১৯৪৬৭বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে, বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে ২৭টি।
The identity of Bangladesh
Our country is Bangladesh. This is the land of river matrik and green salmon. Dhaka is the capital of Bangladesh. Dhaka is the most densely populated city in the world. The total population of Bangladesh is 16.20 crores, the population growth rate is 1.39%, the average life expectancy is 70.8 years, the population density per sq. km. 1064 people, per capita income 1466 USD, literacy rate 7+ years 62.3%, lower poverty line 12.9%, upper poverty line 24.8%.
The current 8 divisions of Bangladesh, the 9th division is going to be Mainamati division, the current district is 64 but the 65th district will be Bhairab, the 3rd sea port is Payra sea port, currently the number of upazilas in the country is 492, the last is Lalmai (Comilla), currently the number of police stations in the country is 650, currently the number of municipalities in the country The number is 328, the last one is Dohajari (Chittagong), the current per capita income is 1466 US dollars, the population density (per square km) is 1035, the current number of secretaries in the country is 110, the current number of senior secretaries in public administration is 12, the name of the new aircraft that has recently joined the Bangladesh Air Force Ranga Prabhat, the first domestically built passenger steamer or ship is named MV Bengali, the proposed autistic academy will be established in Mohakhali, Dhaka, Padma Bridge will be built by China Major Bridge Engineering Company Ltd, Bangladesh and India's maritime boundary dispute settlement case is settled in the Permanent Court of Arbitration (Netherlands), Bangladesh- India's maritime delimitation case was decided on 7 July 2014, 19467 square km of disputed maritime boundary between Bangladesh and India. Bangladesh gains, currently there are 27 gas fields in the country. Trimohini Union Sagardandi Union Majidpur Union Vidyanandakati Union Mangalkot Union Keshavpur Union Pajia Union Suflakati Union Gourighona Union Satbaria Union and Hasanpur Union
কোন মন্তব্য নেই