Header Ads

Header ADS

বাংলাদেশ সম্পর্কে (Geological)



https://msakter.blogspot.com

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভূখণ্ড ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার (বিবিএস ২০২০ অনুসারে) অথবা ১,৪৮,৪৬০ বর্গকিলোমিটার (সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে) এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

Geological area of Bangladesh
Geologically, Bangladesh is situated in South Asia, among India and Myanmar. Its region covers an area of 1,47,570 sq km (according to BBS 2020) or 1,48,460 sq km (according to CIA World Factbook 2021). India covers the west, north, and east of Bangladesh. Toward the west lies the Indian province of West Bengal.

বাংলাদেশের জাতীয় পতাকা
বাংলাদেশের জাতীয় পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রায় একই রকম দেখতে একটি পতাকা ব্যবহার করা হতো, যেখানে মাঝের লাল বৃত্তের ভেতর হলুদ রংয়ের একটি মানচিত্র ছিল। ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। পতাকার উভয় পাশে সঠিকভাবে মানচিত্রটি ফুটিয়ে তোলার অসুবিধা পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলার অন্যতম কারণ।

The national flag of Bangladesh

The national flag of Bangladesh is a red circle within a green rectangle. The green color symbolizes the green nature and youth of Bangladesh, the red color of the circle is the rising sun, and the blood of those who sacrificed themselves in the war of independence. This version of the national flag of Bangladesh was officially adopted on 17 January 1972. 

A similar looking flag was used during the 1971 Bangladesh War of Independence, with a yellow map inside a red circle in the middle. The map was removed from the flag of Bangladesh on January 12, 1972. The difficulty of displaying the map correctly on both sides of the flag was one of the reasons why the map was removed from the flag.

ড. মুহাম্মদ ইউনূস (D. Muhammad Yunus)

ড. মুহাম্মদ ইউনূস (জন্ম: ২৮ জুন, ১৯৪০) একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ২০১২ সালে, তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্রঋণকে সহায়তা করে থাকে। তিনি ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য ইস্পোর্টস তৈরি করতে গ্লোবাল ইস্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন।[২০২৪ সালের ৫ই আগস্ট অসহযোগ আন্দোলন এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ২০২৪ সালের ৬ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Muhammad Yunus (Born June 28, 1940) is a social entrepreneur, philanthropist and Nobel laureate. He has been serving as the Chief Advisor to the Interim Government of Bangladesh since 8 August 2024. He won the Nobel Peace Prize in 2006 for founding the Grameen Bank and promoting the concept of microcredit and microfinance. He has been awarded various national and international honors including the US Presidential Medal of Freedom in 2009 and the Congressional Gold Medal in 2010. He is one of seven people to have received the Nobel Peace Prize, the United States Presidential Medal of Freedom, and the United States Congressional Gold Medal. In 2012, he became Chancellor of Glasgow Caledonian University in Scotland, a position he held until 2018. Before that he was a Professor of Economics Department of Chittagong University. He published several books on his financial work. He is a founding board member of Rural America and the Rural Foundation, which supports microfinance. He also served on the Board of Directors of the United Nations Foundation from 1998 to 2021. In 2022, he partnered with the Global Esports Federation to create the eSports for Development Movement. Nominated to serve as head of the interim government. His acquittal on appeal the next day on charges of labor code violations seen as politically motivated facilitated his return home and recruitment. He assumed charge as the Chief Advisor to the Interim Government of the People's Republic of Bangladesh on 8 August 2024. He also served as an advisor to the Department of Primary and Mass Education, Science and Technology and the Ministry of Environment and Forests in the caretaker government of 1996.

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
First Prime Minister of Bangladesh


তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা “মুজিবনগর সরকার” নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতা-সহ তাঁকে বন্দি করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দি অবস্থায় তাঁকে হত্যা করা হয়। 

তাজউদ্দীন আহমদ ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তাদের ৪ সন্তান রয়েছে। বড় মেয়ে শারমিন আহমদ রিপি; মেজো মেয়ে লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং কনিষ্ঠা মেয়ে মাহজাবিন আহমদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে আসীন অবস্থায় পদত্যাগ করেন ও ৭ জুলাই, ২০১২ইং তারিখে তার আসন শূন্য ঘোষণা করা হয়। 

রাজনৈতিক জীবনের সূচনা আবুল হাশিম প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ১৯৪৩ সালে তাজউদ্দীন আহমদ মুসলিম লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হন। ১৯৪৪ সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। 

১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের (বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তাজউদ্দীন আহমদ। ১৯৪৮-এর ১১ এবং ১৩ মার্চ সর্বদলীয় সংগ্রাম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধর্মঘট-কর্মসূচী ও বৈঠক করেন৷ ২৪ মার্চ মুহাম্মদ আলী জিন্নাহর সাথে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারাসহ তিনি বৈঠক করেন৷ তিনি ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের অন্যতম উদ্যোক্তা ছিলেন। ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। ১৯৫৩ থেকে ১৯৫৭ পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী মুসলিম লীগের (১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ নাম পরিবর্তিত হয়ে হয় আওয়ামী লীগ) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫৪-এর নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ সালে প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে যে সর্বদলীয় নেতৃসম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবি উত্থাপন করেন, সেই সম্মেলনে শেখ মুজিবের সাথে তিনিও যোগদান করেন। সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে তাজউদ্দীন ছিলেন অন্যতম সদস্য। এই বছরের ৮ মে তিনি দেশরক্ষা আইনে গ্রেফতার হন। ১৯৬৮ সালে জেলে থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুণঃনির্বাচিত হন। ৬৯’এর গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে জেল থেকে মুক্তি পান। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এই বছরের সাধারণ নির্বাচনের জন্য গঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি নির্বাচিত হন। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 

নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভের পরও ইয়াহিয়া খান আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় শেখ মুজিবের ডাকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। তাজউদ্দীনের ভাষায়, 'আমি সেদিন সাড়ে সাত কোটি বাঙালির স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো : একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য কাজ শুরু করা৷

১৫ আগস্ট, ১৯৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর হত্যাকারীদের নির্দেশে তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করা হয়। ২৩ আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দীন আহমদ-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ৩রা নভেম্বরে কারাগারের ভিতরে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মুহাম্মদ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে পরিচিত।

Tajuddin Ahmad (23 July 1925 – 3 November 1975) was the first Prime Minister of Bangladesh and one of the leaders of the independence struggle. He served as the Prime Minister of Bangladesh during the Liberation War of Bangladesh in 1971. Tajuddin Ahmad played an important role in the formation of the first government of Bangladesh during the Liberation War, which is better known as the "Mujibnagar Government". After independence, he served as the Finance Minister of Bangladesh till 1974. After Bangabandhu Sheikh Mujibur Rahman was killed by his family in 1975, he along with three other national leaders were imprisoned in the old Dhaka Central Jail. He was murdered on November 3, 1975 while incarcerated in the old Dhaka Central Jail.

Tajuddin Ahmad was born on July 23, 1925 in Dardaria village of Kapasia under Gazipur district. His father is Maulvi Md Yasin Khan and mother Meherunnessa Khan. His wife Syeda Zohra Tajuddin was a member of the presidium of Bangladesh Awami League. They have 4 children. Eldest daughter Sharmin Ahmad Ripi; Senior daughter writer and columnist and current member of parliament of Gazipur-4 seat Simin Hossain Rimi and younger daughter Mahzabin Ahmad Mimi. The youngest son of the family, Tanzim Ahmed Sohail, resigned as a Member of Parliament from Taj Gazipur-4 Constituency and his seat was declared vacant on July 7, 2012.

Beginning of political life Tajuddin Ahmad became directly involved in the politics of the Muslim League in 1943 after Abul Hashim became the General Secretary of the Provincial Muslim League. In 1944, he was elected a member of the Council of the Bengal Muslim League.

Tajuddin Ahmad was one of the founders of East Pakistan Chhatra League (now Bangladesh Chhatra League) formed on January 4, 1948. On March 11 and 13, 1948, as an important member of the All-Party Struggle Council, held strike-programmes and meetings. On March 24, he held a meeting with Muhammad Ali Jinnah along with the leaders of the National Language Struggle Council He was one of the founders of Awami Muslim League established on June 23, 1949. He was a member of the All-Party National Language Struggle Council. From 1953 to 1957 served as General Secretary of Dhaka District Awami Muslim League (Awami Muslim League was renamed Awami League in 1955). In the elections of 1954, he was elected as a member of the Parishad, defeating the general secretary of the Muslim League as a United Front candidate. In 1964 he was elected the organizing secretary of the provincial Awami League and in 1966 the general secretary of the Awami League. On 6 February 1966, Sheikh Mujibur Rahman raised six-point demands at the all-party leadership conference in Lahore. He also joined Sheikh Mujib in that conference. Tajuddin was one of the members of the selection committee on the subject of the conference. On May 8 this year, he was arrested under the National Defense Act. In 1968, while in jail, he was re-elected to the post of General Secretary of Awami League. He was released from prison as a result of the popular uprising of 69. In 1970, he was elected as the general secretary of Awami League for the third time. He was elected as the secretary of the Awami League Parliamentary Board formed for this year's general elections. He was elected a member of the National Assembly in the elections held on December 7.

After winning the election by a huge margin, Yahya Khan postponed the session of the National Assembly without handing over the power to Awami League, hence the non-cooperation movement started in East Pakistan at the call of Sheikh Mujib. On the night of March 25, 1971, the Pakistan Army started the massacre. Bangabandhu was arrested and taken to West Pakistan. The liberation war of Bangladesh began. In the words of Tajuddin, 'I took the decision that day for the sake of seven and a half million Bengalis: to establish an independent government and start working for the independence struggle of Bangladesh.

After killing Bangabandhu Sheikh Mujibur Rahman and his family on August 15, 1975, Tajuddin Ahmad was placed under house arrest on the orders of the killers. On August 23, 20 people, including Tajuddin Ahmad, were arrested under martial law. He was lodged in Old Dhaka Central Jail. Tajuddin Ahmad, Syed Nazrul Islam, Muhammad Mansoor Ali and AHM Kamruzzaman were brutally murdered inside the jail on November 3, known as Jail Killing Day in the history of Bangladesh.


শেখ মুজিবুর রহমান
প্রাক্তন বাংলাদেশের রাষ্ট্রপতি

জাতির জনক
শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)

শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “রাষ্ট্রপিতা” হিসেবে অভিহিত করা হয়। ২০০৪ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপের ভোটে ফলাফলের তালিকায় প্রথম স্থানে থেকে শেখ মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে আখ্যায়িত হন। 

১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্রনেতা। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। সমাজতন্ত্রের পক্ষসমর্থনকারী একজন অধিবক্তা হিসেবে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে প্রায় ১৩ বছর কারাভোগ করেন। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা স্বায়ত্তশাসন পরিকল্পনা প্রস্তাব করেন, যাকে তৎকালীন পাকিস্তান সরকার একটি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছিল। ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, যার কারণে তিনি আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পক্ষে পরিণত হন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে ভারত সরকারের সাথে যোগসাজশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে প্রধান আসামি করে আগরতলা মামলা দায়ের করা হয়; তবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করা সত্ত্বেও তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিবের আলোচনা বিফলে যাওয়ার পর ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়। ফলশ্রুতিতে, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। একই রাতে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ব্রিগেডিয়ার রহিমুদ্দিন খানের সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেও তা কার্যকর করা হয়নি। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে দখলদার পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে “বাংলাদেশ” নামক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১২ই জানুয়ারি তিনি সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মতাদর্শগতভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন; যা সম্মিলিতভাবে মুজিববাদ নামে পরিচিত। এগুলোর উপর ভিত্তি করে সংবিধান প্রণয়ন এবং তদানুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা সত্ত্বেও তীব্র দারিদ্র্য, বেকারত্ব, সর্বত্র অরাজকতাসহ ব্যাপক দুর্নীতি মোকাবেলায় তিনি কঠিন সময় অতিবাহিত করেন। ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা দমনের লক্ষ্যে ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হন। এর সাত মাস পরে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি কর্তৃক পরিচালিত জনমত জরিপে শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত হন। 

শেখ মুজিবের রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছিল ১৯৩৯ খ্রিষ্টাব্দে মিশনারি স্কুলে পড়ার সময় থেকে। ঐ বছরই বিদ্যালয় পরিদর্শনে আসেন তদানীন্তন বেঙ্গল প্রেসিডেন্সির মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং খাদ্যমন্ত্রী ও পরবর্তীকালে বাংলা প্রদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী। ঐ সময় বিদ্যালয়ের ছাদ সংস্কারের দাবি নিয়ে একটি দল তাদের কাছে যায়। দলটির নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিব। ব্যক্তিগত রেষারেষির জেরে ১৯৩৮ খ্রিষ্টাব্দে শেখ মুজিবুর রহমানকে প্রথমবারের মতো গ্রেফতার করা হয়। ৭ দিন হাজতবাস করার পর তিনি ছাড়া পান। ১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি গোপালগঞ্জ মহকুমা মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং মহকুমা মুসলিম লীগের ডিফেন্স কমিটির সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৪০ খ্রিষ্টাব্দে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। এ সময়ে তিনি এক বছর মেয়াদের জন্য নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৪১ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মেলনে কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির, প্রিন্সিপাল ইবরাহীম খাঁ প্রমুখ যোগদান করেন। শেখ মুজিব এই সম্মেলনের অন্যতম আয়োজক ছিলেন। 

১৯৪৬ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের সময় কলকাতায় ভয়ানক হিন্দু-মুসলিম দাঙ্গার সূত্রপাত হয়। মুজিব মুসলিমদের রক্ষা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে আনার জন্য হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর সাথে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হন। ঐ সময় সোহ্‌রাওয়ার্দী, আবুল হাশিম, শরৎচন্দ্র বসু প্রমুখের নেতৃত্বে ভারত ও পাকিস্তান কর্তৃত্বের বাইরে অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের যে “যুক্তবঙ্গ আন্দোলন” সংগঠিত হয়, শেখ মুজিব তাতেও যুক্ত হন। পরবর্তীকালে ভারত ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি নিশ্চিত হলে আসাম প্রদেশের বাঙালি মুসলিম অধ্যুষিত সিলেট জেলার ভাগ্য নির্ধারণে গণভোট অনুষ্ঠিত হয়। শেখ মুজিব সিলেট গণভোটে পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে সংগঠক ও প্রচারক হিসেবে কাজ করেন। তিনি এসময় প্রায় ৫০০ কর্মী নিয়ে কলকাতা থেকে সিলেট গিয়েছিলেন। গণভোটে জয়লাভ সত্ত্বেও করিমগঞ্জ পাকিস্তান অংশে না থাকা এবং দেশভাগের সীমানা নির্ধারণের সময় পূর্ব পাকিস্তানের বিভিন্ন ভৌগোলিক অপ্রাপ্তির বিষয় নিয়ে স্বীয় আত্মজীবনীতে ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান ও ভারত পৃথক হবার পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য হন। ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৪ঠা জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি উক্ত অঞ্চলের অন্যতম প্রধান ছাত্রনেতায় পরিণত হন। এ সময় তিনি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েন এবং দারিদ্র্য, বেকারত্ব ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সমাজতন্ত্রকেই একমাত্র সমাধান হিসেবে মনে করতে থাকেন। 

বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে শেখ মুজিবের রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে। ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২৩শে ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দু বা ইংরেজিতে বক্তব্য দেওয়ার প্রস্তাব নাকচ করেন পূর্ব পাকিস্তানের কংগ্রেসের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি বাংলাকেও গণপরিষদের ভাষা করার দাবি তুলে ধরেন। ঐ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন বাংলা ভাষার বিরোধিতা করলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। 

এছাড়াও ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২১শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এতে পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রতিবাদী শেখ মুজিব অবিলম্বে মুসলিম লীগের এই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন। একই বছরের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলনের নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। শেখ মুজিব একটি প্রস্তাব পেশ করেছিলেন যা থেকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ পরিষদের আহ্বানে ১১ই মার্চ ১৯৪৮ খ্রিষ্টাব্দে ঢাকায় ধর্মঘট পালিত হয়। ধর্মঘট পালনকালে শেখ মুজিবসহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে সচিবালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। কিন্তু ছাত্রসমাজের তীব্র প্রতিবাদের মুখে ১৫ই মার্চ শেখ মুজিব এবং অন্যান্য ছাত্র নেতাকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তি উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শোভাযাত্রা হয় যাতে শেখ মুজিব সভাপতিত্ব করেন। তবে পুলিশ এই শোভাযাত্রা অবরোধ করে রেখেছিল। ১৫ই মার্চ মুজিবের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। পুলিশি কার্যক্রমের বিরুদ্ধে শেখ মুজিব অবিলম্বে ১৭ই মার্চ ১৯৪৮ খ্রিষ্টাব্দে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন। ১৯শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। একই সময়ে ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলন করায় সেই বছরেরই ১১ই সেপ্টেম্বর তারিখে তাকে আবার আটক করা হয়। 

১৯৪৯ খ্রিষ্টাব্দের ২১শে জানুয়ারি শেখ মুজিবকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে তিনি আবার চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন যার জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা করা হয়। কিন্তু তিনি এই জরিমানাকে অবৈধ ঘোষণা করে তা প্রদান করা থেকে বিরত থাকেন। এরই ধারাবাহিকতায় ২৬শে এপ্রিল ১৯৪৯ খ্রিষ্টাব্দে মুসলিম লীগ বিরোধী প্রার্থী শামসুল হক টাঙ্গাইলের উপ-নির্বাচনে বিজয় লাভ করেন। শেখ মুজিব তার সেই আন্দোলনের সফলতার জন্য উপাচার্যের বাসভবনের সামনে অনশন ধর্মঘট করেন যার জন্য তাকে পুনরায় আটক করা হয়। এ সময়েই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব প্রদান করা। উল্লেখ্য যে, মৃত্যু-পরবর্তীকালে ২০১০ খ্রিষ্টাব্দের ১৪ই আগস্ট তার হৃত ছাত্রত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিরিয়ে দেয়।

 ২৬শে জুন, ১৯৪৯ খ্রিষ্টাব্দে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের পর শেখ মুজিবুর রহমান ১৯৫০ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানের পূর্ব পাকিস্তান আগমনকে উপলক্ষ করে আওয়ামী মুসলিম লীগ ঢাকায় দুর্ভিক্ষবিরোধী মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দেওয়ার কারণে এবারও শেখ মুজিবকে আটক করা হয় এবং দুই বছর জেলে আটক করে রাখা হয়। ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি মুজিবের জেলমুক্তির আদেশ পাঠ করার কথা থাকলেও খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, “উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে।” এ ঘোষণার পর জেলে থাকা সত্ত্বেও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে পরোক্ষভাবে পরিচালনার মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ আয়োজনে তিনি সাহসী ভূমিকা রাখেন। এরপরই ২১শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষার দাবি আদায়ের দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে শেখ মুজিব জেলে অবস্থান করেই ১৪ই ফেব্রুয়ারি থেকে অনশন পালনের সিদ্ধান্ত নেন। তার এই অনশন ১৩ দিন স্থায়ী ছিল। ২৬শে ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। 

১৯৫২ খ্রিষ্টাব্দে সমাজতান্ত্রিক চীনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২রা অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত রাজধানী পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলন অ

Sheikh Mujibur Rahman
Sheikh Mujibur Rahman (17 March 1920 – 15 August 1975), abbreviated Sheikh Mujib or Bangabandhu, was the first president of Bangladesh and one of the most influential political figures in South Asia. He actively participated in the Partition of India movement and later provided central leadership in the struggle to establish East Pakistan as an independent country. Initially, he served as the President of Awami League, then the Prime Minister of Bangladesh and later the President of Bangladesh. Sheikh Mujibur Rahman is known as the "Father of the Nation" or "Father of the Nation" in recognition of his achievements as the central figure behind East Pakistan's quest for political autonomy and the subsequent Bangladeshi independence movement and the Bangladesh Liberation War in 1971. In 2004, Sheikh Mujib was named the greatest Bengali of all time after coming first in the results of a BBC Bengali audience poll. 

Sheikh Mujib was a young student leader in the early stage of East Pakistan politics after the partition of India in 1947. Later he became the president of Awami League. As an advocate of socialism, he started a movement against all forms of discrimination against the people of the then East Pakistan. Sheikh Mujibur Rahman spent about 13 years in prison during his political career. Proposed a six-point autonomy plan aimed at establishing people's autonomy, which the then government of Pakistan declared a separatist plan. Chief among the six-point demands was provincial autonomy, which made him one of the major opponents of Ayub Khan's military rule. In 1968, the Agartala case was filed against him as the prime accused of collusion and conspiracy with the Government of India; However, it was withdrawn due to the popular uprising of 1969. He was not given the opportunity to form a government despite the Awami League under his leadership achieving absolute victory in the 1970 elections. 

After Sheikh Mujib's talks with the then President Yahya Khan and West Pakistani politician Zulfiqar Ali Bhutto on the formation of a new government of Pakistan failed, the Pakistan Army carried out a massacre in the city of Dhaka on 25 March 1971 at midnight. Consequently, he declared the independence of Bangladesh. He was arrested the same night and taken to West Pakistan. Brigadier Rahimuddin Khan's military court sentenced him to death but it was not carried out. After nine months of bloody liberation war, on December 16, 1971, the occupying Pakistan army surrendered to the Bangladesh-India joint forces, and the independent, sovereign state called "Bangladesh" appeared on the world map. On January 10, 1972, Sheikh Mujib returned home after being freed from Pakistan's prison and assumed the duties of the first president of Bangladesh. On January 12, 1972, he assumed the office of Prime Minister by introducing the parliamentary system. Ideologically he believed in Bengali nationalism, socialism, democracy and secularism; which is collectively known as Mujibism. Despite attempts to frame the constitution based on these and govern the state accordingly, he had a tough time dealing with rampant poverty, unemployment, anarchy everywhere, and rampant corruption. He was forced to introduce a one-party political system in 1975 to quell the growing political unrest. Seven months later, on August 15, 1975, he was killed by a group of military officers along with his family. Sheikh Mujibur Rahman was selected as the greatest Bengali of all time in a poll conducted by the BBC in 2004. 

Sheikh Mujib's political career began in 1939 when he attended a missionary school. The then Chief Minister of Bengal Presidency Sher Bengal AK Fazlul Haque and Food Minister and later Prime Minister of Bengal Province and Pakistan Hussain Shaheed Sohrawardy visited the school in the same year. At that time, a group approached them with the demand of repairing the roof of the school. The party was led by Sheikh Mujib. Sheikh Mujibur Rahman was arrested for the first time in 1938 AD due to personal grudges. He was released after 7 days of imprisonment. In 1939, he was elected as the founding secretary of Gopalganj sub-district Muslim Chhatra League and secretary of the defense committee of sub-district Muslim league. In 1940, Nikhil joined the Bharat Muslim Students Federation. At this time he was elected as a councilor of Nikhil Banga Muslim Chhatra League for a term of one year. In 1941, Kazi Nazrul Islam, Humayun Kabir, Principal Ibrahim Khan and others attended the conference of Faridpur District Chhatra League. Sheikh Mujib was one of the organizers of this conference. 

On August 16, 1946, a terrible Hindu-Muslim riot broke out in Calcutta during the celebration of Direct Struggle Day. Mujib was involved in various political activities with Hussain Shaheed Suhrawardy to protect the Muslims and bring the riots under control. At that time, Sheikh Mujib also joined the "United Bengal Movement" which was organized under the leadership of Suhrawardy, Abul Hashim, Sarat Chandra Bose and others to form an undivided independent Bengal outside the jurisdiction of India and Pakistan. Later, when the creation of the states of India and Pakistan was confirmed, a referendum was held to decide the fate of the Bengali Muslim-dominated Sylhet district of Assam province. Sheikh Mujib worked as an organizer and campaigner for inclusion in Pakistan in the Sylhet referendum. He went to Sylhet from Calcutta with about 500 workers. In his autobiography, Karimganj expressed his anger about East Pakistan's various geographical inadequacies at the time of demarcation of borders and the non-existence of Karimganj in Pakistan despite winning the referendum. After the separation of Pakistan and India from British India, Sheikh Mujib returned to East Pakistan and enrolled in the Law Department of Dhaka University. He became a founding member of East Pakistan Democratic Jubo League established on 7th September 1947. On January 4, 1948, he founded the East Pakistan Muslim Chhatra League, through which he became one of the main student leaders of the region. During this time he turned towards socialism and considered socialism as the only solution to poverty, unemployment and improving the standard of living. 

Sheikh Mujib's political activities began by participating in the movement to make Bengali one of the national languages ​​of Pakistan. On February 23, 1948, Dhirendranath Dutta, a member of the East Pakistan Congress, refused an offer to speak in Urdu or English at the session of the Pakistan Constituent Assembly in Karachi. He also demanded to make Bengali the language of the Constituent Assembly. At that time, the Prime Minister of Pakistan Liaquat Ali Khan and Chief Minister of East Pakistan Khwaja Nazimuddin opposed the Bengali language and the proposal was rejected. 

Also on March 21, 1948 Muhammad Ali Jinnah announced Urdu as the state language of Pakistan. This created adverse reactions in East Pakistan. Protestor Sheikh Mujib immediately decided to start a movement against this pre-planned decision of the Muslim League. On 2nd March of the same year, a conference was held in Dhaka University's Fazlul Haque Muslim Hall with the participation of leaders of various political parties. The principles of the movement against the Muslim League were discussed in that conference. Sheikh Mujib presented a proposal from which it was decided to form the Sarvadalya Sangram Parishad. On the call of that council, a strike was celebrated in Dhaka on 11th March 1948. During the strike, Sheikh Mujib and some other political workers were arrested in front of the secretariat. But Sheikh Mujib and other student leaders were released on March 15 in the face of strong protests by the student community. On the occasion of their release, a procession was held at the Battala of Dhaka University by the All-Party Rashtrabhasha Sangram Parishad in which Sheikh Mujib presided. However, the police blocked the procession. On March 15, the National Language Struggle Council was formed under the leadership of Mujib. Sheikh Mujib immediately announced a nationwide student strike on March 17, 1948 against the police action. On March 19, he led a movement to demand the rights of Class IV employees of Dhaka University. At the same time, he was arrested again on September 11 of the same year for protesting against the cordon system in Faridpur. 

Sheikh Mujib was released from jail on January 21, 1949. After getting out of jail, he again got involved in the agitation for the demands of class IV employees for which he was fined by the university. But he declared the fine illegal and refrained from paying it. Following this, on 26 April 1949, anti-Muslim League candidate Shamsul Haque won the Tangail by-election. Sheikh Mujib went on a hunger strike in front of the Vice-Chancellor's residence for the success of his movement, for which he was again arrested. At this time he was expelled from Dhaka University. The charge against him was that he led the movement for the rights of class IV employees of the university. It is to be noted that after his death, on 14 August 2010, the Dhaka University authorities returned his studentship. 

After Sheikh Mujibur Rahman was released from the old Dhaka Central Jail on June 26, 1949, the Awami Muslim League took out an anti-famine march in Dhaka to mark the arrival of Pakistan Prime Minister Liaquat Ali Khan in East Pakistan in January 1950. Sheikh Mujib was also arrested for leading this procession and was kept in jail for two years. On 26 January 1952, when Mujib's release order was to be read out, Khwaja Nazimuddin declared, "Urdu shall be the sole state language of Pakistan." After this announcement, despite being in jail, he played a brave role in organizing protest and resistance by indirectly managing Rashtra Bhasha Sangam Parishad by giving necessary directions. After that it was decided to observe 21st February as the National Language Day. At the same time, Sheikh Mujib decided to go on hunger strike from 14th February while staying in jail. His fast lasted for 13 days. He was released from jail on February 26. 

On the occasion of the third anniversary of the founding of socialist China in 1952, the Asian and Pacific Regional Peace Conference was held in Beijing from October 2 to October 12.


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
মোঃ মনসুর আলী (Md. Mansoor Ali)
Former Prime Minister of Bangladesh

মোঃ মনসুর আলী (১৬ জানুয়ারি ১৯১৯ - ৩ নভেম্বর ১৯৭৫) একজন আইনজীবী, রাজনৈতিক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪৮ সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড (পিএনজি) ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন। তখন থেকেই তিনি ‘ক্যাপ্টেন মনসুর’ নামেই অধিক পরিচিত ছিলেন। যদিও তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যার ফলে নিহত চার জাতীয় নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

জন্ম সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের 'কুড়িপাড়া'য় ১৯১৯ সালের ১৬ জানুয়ারি। বাবার নাম হরফ আলী সরকার। পড়াশোনা শুরু করেন কাজিপুরের গান্ধাইল হাই স্কুলে৷ এরপর চলে আসেন সিরাজগঞ্জ বি.এল. হাইস্কুলে৷ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এখান থেকেই৷ এরপর চলে যান পাবনা৷ ভর্তি হন এডওয়ার্ড কলেজে৷ উচ্চ মাধ্যমিক পাশ করেন এই কলেজ থেকে৷ উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৪১ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বি.এ পাস করেন ৷ এরপর ভর্তি হন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে৷ ১৯৪৫ সালে এখান থেকেই অর্থনীতিতে এম.এ এবং 'ল' পাস করেন৷ এল.এল.বি- তে প্রথম শ্রেণী লাভ তিনি। ১৯৫১ সালে আইন ব্যবসা শুরু করেন পাবনা জেলা আদালতে৷ আইনজীবী হিসেবে তিনি ছিলেন একজন সফল ব্যক্তি৷ পাবনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি। 
আলীগড় থেকে দেশে ফেরার পর তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে৷১৯৪৬ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত ছিলেন পাবনা জেলা মুসলিম লীগের সহ-সভাপতি৷ ১৯৪৮ সালে তিনি যশোর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেন এবং পিএলজি-এর ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হন৷ এ সময় থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামে পরিচিত হতে থাকেন৷ 
 ইসলামিয়া কলেজে পড়ার সময় তিনি শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন৷ কলকাতা থেকে দেশে ফেরার পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, আব্দুর রব বগা মিঞা, জনাব আমিন উদ্দিন অ্যাডভোকেট প্রমুখের সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়তে থাকে৷ ১৯৫১ সালে তিনি আওয়ামী-মুসলিম লীগে যোগ দেন এবং পাবনা জেলা আদালতে আইন ব্যবসা শুরু করেন। জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে৷ আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এবং দলের পাবনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি৷ শহরে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন এম. মনসুর আলী৷ ফলে গ্রেফতার করা হয় তাকে৷ পরবর্তীকালে মুক্ত হন৷
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন৷ এ নির্বাচনে পাবনা-১ আসনের কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ্ আল মাহমুদের বিরুদ্ধে লড়াই করেন তিনি৷ এবং সবাইকে অবাক করে দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন মনসুর আলী ৷ আব্দুল্লাহ্ আল মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়৷ এরপর যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়৷ ১৯৫৬ সালে আতাউর রহমান খানের নেতৃত্বে বিভিন্ন সময় পূর্ববঙ্গ কোয়ালিশন সরকারের আইন ও সংসদ বিষয়ক, খাদ্য ও কৃষি এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন তিনি৷ 
১৯৫৮ সালে দেশে জারি হয় সামরিক শাসন৷ তিনি নিরাপত্তা আইনে গ্রেফতার হন৷ কারা নির্যাতন ভোগের পর মুক্ত হন, ১৯৫৯ সালের শেষের দিকে৷ বাঙালির মুক্তির সনদ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর সাধারণ নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন৷ পাবনা-১ আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ২৫ মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হলে মনসুর আলী গ্রেফতার এড়াতে চলে যান সোবহানবাগ কালোনীতে। এখান থেকে তিনি কেরানীগঞ্জ হয়ে কুড়িপাড়া যান তার পরিবারের সাথে দেখা করতে৷ এরপর চলে যান ভারতে৷ আসামের মাইনকার চর হয়ে তিনি কলকাতা গমন করেন৷ ভারতে আশ্রয় নেয়া অন্য নেতাদের সাথে দেখা ও যোগাযোগ হয় তার৷ এরপর দলীয় হাই কমান্ডের অন্য নেতারা মিলে সম্মিলিত সিদ্ধান্তে গঠন করেন মুজিবনগর সরকার৷ নতুন গঠিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি৷ এবছরের মাঝামাঝি সময়ে তার পরিবারও কলকাতা গিয়ে পৌঁছে৷ তিনি সপরিবারে বসবাস করতে থাকেন পার্কসার্কাসের সিআইটি রোড়ের বাড়িতে৷ তার অফিস ছিল ৮নং থিয়েটার রোডে ৷ 
১৯৭২-এর জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে মন্ত্রী পরিষদ পুনর্গঠন করেন৷ এবার মনসুর আলী দায়িত্ব নেন প্রথমে যোগাযোগ ও পরে স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে৷ হার্ডিঞ্জ ব্রিজ মেরামতে রাখেন ভূমিকা৷ 
 ১৯৭৩ সালের ৭ মার্চের নির্বাচনে মনসুর আলী পুনরায় পাবনা-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন৷ এ বছর তিনি আওয়ামী লীগের পার্লামেন্টারি দলের সদস্য নির্বাচিত হন৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল দলকে একত্রিত করার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করেন৷ এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রধান মন্ত্রীর দায়িত্ব নেন৷ ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) সাধারণ সম্পাদক হন তিনি। 
১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাত্রিতে অন্য তিন জাতীয় নেতার সাথে তাকে হত্যা করা হয়। ঐ দিনটি বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে কুখ্যাত হয়ে আছে।

মোঃ মনসুর আলী (Md. Mansoor Ali)
Former Prime Minister of Bangladesh

Md Mansoor Ali (16 January 1919 – 3 November 1975) was a lawyer, politician and former Prime Minister of Bangladesh. He was the Prime Minister of Bangladesh after the establishment of Bakshal by Sheikh Mujibur Rahman. In 1948, he was commissioned as a captain in the Pakistan National Guard (PNG) and trained at Jessore Cantonment. Since then he was better known as 'Captain Mansoor'. Although he was not an army captain. In 1971, on the eve of the Liberation War, he played an important role in the government of Bangladesh formed at Amrakanan in Baidyanathala, Meherpur, with the responsibility of the Ministry of Finance. He was also one of the four national leaders who were killed in a prison killing on November 3, 1975. His son Mohammad Nasim is an influential leader of the Bangladesh Awami League and served as the Home Minister of the Government of Bangladesh from 1996-2001 and as the Health Minister from 2013 to 2018.
Born on January 16, 1919 in 'Kuripara' of Ratankandi Union of Sirajganj District. Father's name is Haraf Ali Sarkar. He started his studies at Gandhail High School in Kazipur Then came to Sirajganj B.L. In high school Passed the secondary examination from here Then go to Pabna Admitted to Edward College Passed higher secondary from this college After passing higher secondary, he passed BA from Calcutta Islamia College in 1941 After that, he got admission in an educational institution like Aligarh Muslim University In 1945, he passed MA in Economics and 'Law' from here He obtained first class in LL.B. Started law practice in Pabna District Court in 1951 He was a successful lawyer He was also the elected president of Pabna Lawyers Association.
After returning home from Aligarh, he became involved in politics. From 1946 to 1950, he was the vice-president of the Pabna District Muslim League. In 1948, he trained at Jessore Cantonment and was promoted to the rank of Captain in PLG. From this time he started to be known as Captain Mansoor
He met Sheikh Mujibur Rahman while studying at Islamia College After returning home from Calcutta, his political closeness with local political figures Amjad Hussain, Abdur Rob Baga Mia, Mr. Amin Uddin Advocate etc. increased. In 1951 he joined Awami-Muslim League and started practicing law in Pabna District Court. Involved in active politics He became a member of the central executive committee of the Awami Muslim League and was elected as the president of the Pabna district committee of the party M. led the movement to demand Bengali as the national language in the city. Mansoor Ali As a result, he was arrested Later he was freed.
In 1954, he was selected as a nominated candidate of the United Front and was elected as a member of the East Bengal Provincial Council In this election, he fought against the Union Minister Abdullah Al Mahmud of Pabna-1 Constituency And to everyone's surprise, Mansoor Ali won with huge votes Abdullah Al Mahmud's bail was forfeited Then the United Front cabinet was dissolved In 1956, under the leadership of Ataur Rahman Khan, he was given the responsibility of Minister of Law and Parliamentary Affairs, Food and Agriculture and Industry and Commerce of the East Bengal Coalition Government.
Military rule was imposed in the country in 1958 He was arrested under the Security Act Kara was released after torture, in late 1959 He played an important role in the 1966 6 point movement of Bengali liberation charter On December 17, 1970, he was elected to the Provincial Council in the general election Elected member of East Pakistan Provincial Council from Pabna-1 Constituency. When Bangabandhu was arrested on March 25, Mansoor Ali went to Sobhanbag Colony to avoid arrest. From here he went to Kuripara via Keraniganj to meet his family Then went to India He went to Calcutta as the mainkar char of Assam He met and interacted with other leaders who had taken refuge in India After that, the other leaders of the party high command jointly formed the Mujibnagar government He served as the finance minister of the newly formed governmentIn the middle of this year, his family also reached Kolkata He continued to live with his family in a house on CIT Road in Parkcircus His office was at No. 8 Theater Road
In January 1972, Bangabandhu Sheikh Mujib returned home from Pakistani prison and reconstituted the Council of Ministers. This time Mansoor Ali took charge first as Minister of Communications and later as Minister of Home Affairs and Communications He played a role in the repair of Hardinge Bridge
In the election of 7 March 1973, Mansoor Ali was re-elected as Member of National Parliament from Pabna-1 Constituency This year he was elected as a member of the parliamentary party of Awami League Bangabandhu Sheikh Mujibur Rahman introduced the presidential system of government by uniting all the parties At that time, Captain Mohammad Mansoor Ali Bangabandhu took over as the Chief Minister of the Cabinet On February 24, 1975, he became the general secretary of the Bangladesh Farmers and Farmers Awami League (Baksal) formed by Sheikh Mujibur Rahman.
He was assassinated along with three other national leaders at midnight on November 3, 1975. That day is infamous in the history of Bangladesh as Jail Killing Day.

বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি

https://msakter.blogspot.com

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

তবে মুক্তিযুদ্ধের ৫০ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকার সময় সংবিধান লঙ্ঘন, শেখ মুজিবের আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তার বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তীতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তার খেতাব বাতিল করা হয়নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। ২০০৪ সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ২০ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম ১৯ নম্বরে উঠে আসে।

জন্ম ও বংশ
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তারিখে ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মণ্ডল বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। তার ডাক নাম ছিলো কমল।

জিয়াউর রহমানের মূল পূর্বপৈত্রিক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ী গ্রামে বসতি স্থাপন করে। গাবতলী, সুখানপুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মুমিন উদ্দিন মণ্ডল মহিষাবানী (মৃঃ ১৮৪০) এবং উনার তৃতীয় অধঃস্তন আওলাদ কাঁকর মণ্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়াউর রহমান।জিয়াউর রহমানের দাদা মৌলবী কামালুদ্দীন মণ্ডল (জন্ম ১৮৫৪) ছিলেন কাঁকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ী মাইনর স্কুলের প্রধান শিক্ষক।

শিক্ষাজীবন
তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয়। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ঐ বিদ্যালয় থেকে তিনি ১৯৫২ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর ১৯৫৩ সালে করাচিতে ডি.জে. কলেজে ভর্তি হন। শিক্ষাজীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষাগ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলিলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না। ১৯৫৩ সালেই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন।

পাকিস্তান সেনাবাহিনীতে জিয়া
১৯৫৩ সালে তিনি পশ্চিম পাকিস্তানের কাকুলস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবীতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন।  সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছত্রীসেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে দুই বছর কর্মরত থাকার পর ১৯৫৭ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন। তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ঐ সময়ই ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা, খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে, জিয়াউর রহমানের কোম্পানি ছিলো এদের অন্যতম। এই যুদ্ধে বীরত্মের মম্য ধাকিস্তান সরকার জিয়িউর রহণামাে হিলাল-ই-জুরাত খেতারে ভূষিত করেত. এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করে। এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য দুটি সিতারা-ই-জুরাত এবং নয়টি তামঘা-ই-জুরাত পদক লাভ করে। ১৯৬৬ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটাস্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি মেজর পদবীতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ডের দায়িত্ব লাভ করেন। অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। ১৯৭০ সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ডের দায়িত্ব লাভ করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালায়। সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। গ্রেফতার হবার পূর্বে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সংগঠিত করার লক্ষ্যে শেখ মুজিবের আদেশে আত্মগোপনে চলে যান। এই সঙ্কটময় মুহূর্তে ১৯৭১ সালের ২৫শে মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর জিয়াউর রহমান বিদ্রোহ করেন।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে জিয়া প্রশংসিত হন। ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান ইতোপূর্বে স্বাধীনতা ঘোষণা করেন ও সে ঘোষণা চট্টগ্রামে পাঠিয়ে দেন। চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কালুরঘাট সম্প্রচার কেন্দ্র থেকে শেখ মুজিব প্রেরিত স্বাধীনতার ঘোষণাপত্রের লিফলেট, যা পূর্বেই মাইকে প্রচার ও বিতরণ করা হয়েছিলো,তা পাঠ করেছিলেন যে ঘোষণা জিয়াও শুনেছিলেন।অধ্যাপক আবুল কাশেম সন্দ্বীপও সদ্য প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন।বেলাল মোহাম্মদ নিজে, আওয়ামী লীগ নেতা হান্নান, আবুল কাশেম সন্দ্বীপ,বেতার ঘোষক- আব্দুল্লাহ আল ফারুক, মাহমুদ হোসেন এবং সুলতানুল আলম-ও জিয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন।এ. কে. খন্দকারের মতে বেতারের একজন  টেকনিশিয়ানও ঘোষণাটি পাঠ করেছিলেন।বেলাল মোহাম্মদের দাবি, ঘোষণাপত্রের পাঠক হিসেবে জিয়া ছিলেন নবম।বেলাল মোহাম্মদের এ বক্তব্যকে অনেকে নিছক রসিকতা বলেও আখ্যা দিয়েছেন। মূলত, অনেকের ঘোষণার সময় নিয়মিত আয়োজনের সময় না হওয়ায় তাদের ঘোষণা সীমিতসংখ্যক মানুষ শুনতে পেয়েছিলেন। তবে এম এ হান্নান ও আবুল কাশেম সন্দ্বীপের ঘোষণা ছিল জিয়ার পূর্বে এবং তাদের (বিশেষ করে এম এ হান্নানের) ঘোষণাই বিশেষভাবে উল্লেখযোগ্য।

কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করার পর সম্প্রচার কেন্দ্রের উদ্যোক্তাগণ নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। বেতার কেন্দ্রের অন্যতম প্রধান উদ্যোক্তা বেলাল মোহাম্মদ বেতার কেন্দ্রের নিরাপত্তা পাহারার জন্য মেজর রফিকুল ইসলামকে সৈনিক পাঠাতে অনুরোধ করেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি তা করতে ব্যর্থ হলে বেতার কেন্দ্রের উদ্যোক্তাগণ অসহায় বোধ করতে থাকেন।  এক সহকর্মীর পরামর্শে বেলাল মোহাম্মদ পটিয়ায় সেনাছাউনিতে যান এবং কথাবার্তায় নিশ্চিত হন সেখানকার উচ্চপদস্থ সামরিক সদস্য মেজর জিয়া বঙ্গবন্ধুর সাপোর্টার। বেলাল, জিয়াকে তাঁর সেনাছাউনি বেতার কেন্দ্রের কাছে স্থানান্তর করতে অনুরোধ জানালে জিয়া রাজি হন এবং জিপ নিয়ে বেতার কেন্দ্রে যান।

২৭শে মার্চ প্রথমবারের মতো এবং পরে ২৮ ও ২৯ তারিখেও তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। বেলাল মোহাম্মদ জিয়ার ২৭শে মার্চের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বলেন, আমার সহকর্মী যারা উপস্থিত ছিল, তারা প্রোগ্রাম শুরু করলো। একসময় জিয়াউর রহমান ও আমি একটা রুমে বসেছি। আমার এক সহকর্মী আমাকে কিছু কাগজপত্র দেখাচ্ছে। আমি কী মনে করে বললাম, “আচ্ছা  মেজর সাহেব, এখানেতো আমরা সবাই Minor আপনিই একমাত্র Major। আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন?

পাঞ্জাবিরা যেসব অস্ত্র ব্যবহার করছে। তাদের দমন করতে আমাদের দুই দিন কি তিন দিনের বেশি সময় লাগবে না।" তার পরে শেষ করা হলো ‘খোদা হাফেজ’ বলে। কিছুক্ষণের মধ্যে মেজর জিয়া একটা জরুরি ভাষণ দেবেন – এভাবে দুই তিনবার অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট করা হলো। 

Ziaur Rahman (19 January 1936 – 30 May 1981) was the eighth President of Bangladesh, a former army chief and a freedom fighter. After the Pakistani military attacked the Bengali people on 25 March 1971, he captured his Pakistani commander and rebelled and organized armed resistance. Later on March 27, 1971, he read out a statement in the name of Sheikh Mujibur Rahman from Kalurghat Betar Kendra in Chittagong in support of Bangladesh's declaration of independence. He was one of the sector commanders and the captain of Z Force during the liberation war. The Bangladesh government awarded him the title of Bir Uttam for his bravery in the liberation war.
However, after 50 years of the liberation war, the National Freedom Fighters Council (JAMUCA) decided to revoke his Bir Uttam title after the Bangladesh Awami League was in power for allegedly violating the constitution, helping Sheikh Mujib's self-confessed murderers to leave the country and appointing them to important positions. However, later the Minister of Liberation War Affairs AKM Mozammel Haque said that his title was not cancelled. After the independence war of Bangladesh, Ziaur Rahman became the President of Bangladesh on 21st April 1977 by removing the then Acting President Abu Sadat Mohammad Sayem and on 1st September 1978 he established the Bangladesh Nationalist Party. He was brutally killed in Chittagong in a failed military coup on 30th May 1981 after ruling Bangladesh for four years. Ziaur Rahman's name came up at number 19 among the 20 greatest Bengalis in the survey conducted by BBC Bangla in 2004.

Birth and descent
Ziaur Rahman was born on January 19, 1936 in Mandal Bari, Bagbari village, Nashipur Union, Bogra District, British Bengal. His father's name was Mansoor Rahman and mother's name was Jahanara Khatun alias Rani. Ziaur Rahman was the second among five brothers. His father was working as a chemist in a government office in Calcutta city. His nickname was Kamal.

Ziaur Rahman's original ancestral home was in Mahishaban village of Bogra, but after his grandfather's marriage, the family settled in Bagbari village. Ziaur Rahman is a direct descendant of the famous leader of Gabtali, Sukhanpukur and the western banks of Yamuna, Momin Uddin Mondal Mahishabani (d. 1840) and his third subordinate, Awlad Kankar Mandal Saheb. Ziaur Rahman's grandfather Maulvi Kamaluddin Mandal (b. 1854) was the only son of Kankar Mandal Saheb and Bagbari Minor. Head teacher of the school.

Education life
Some of his childhood was spent in the village of Bogra and some in the city of Kolkata. After the partition of India, his father moved to the city of Karachi in West Pakistan. Zia then left Calcutta's Hair School and joined the Karachi Academy School. From that school he completed his secondary education with honors in 1952 and then in Karachi in 1953 D.J. Get admitted to college. He could speak Bengali but could not read and write Bengali fluently as he was educated in Urdu and English. In 1953, he joined the Kakul Military Academy as an officer cadet of the Pakistan Army.

Zia in Pakistan Army
In 1953, he joined the Pakistan Military Academy in Kakul, West Pakistan as an officer cadet. In 1955, he was commissioned in the Pakistan Army as a Second Lieutenant. In the military he became well-known as a skilled chhatrisena and commando and received advanced training in special intelligence courses. After serving in Karachi for two years, he was transferred to the East Bengal Regiment in 1957. He served in the Intelligence Department of the Pakistan Army from 1959 to 1964. It was at that time in 1960 that Ziaur Rahman got married to Khaleda Khanam, a girl from Dinajpur city in East Pakistan. During the 1965 India-Pakistan war, he showed immense bravery as a company commander of the Pakistan Army in the Khemkaran sector. Ziaur Rahman's company was one of the companies that received the highest gallantry award for their bravery in battle. For his bravery in this war, the Government of Pakistan awarded him the Hilal-e-Jurat Khetar. Ziaur Rahman was awarded the Hilal-e-Jurat by the Government of Pakistan for his bravery in this war. Ziaur Rahman's unit also received two Sitara-i-Jurat and nine Tamgha-i-Jurat medals for gallantry in this battle. In 1966, he was appointed as an instructor at the Pakistan Military Academy. That same year, he joined the staff course at the Command and Staff College in Quetta, West Pakistan. In 1969, he was appointed second-in-command of the 2nd East Bengal Regiment at Joydevpur with the rank of Major. He went to West Germany for an advanced training called the Advanced Military and Command Training Course and also served with the British Army for a few months. He returned to the country in 1970 and was appointed second-in-command of the newly formed 8th East Bengal Regiment in Chittagong.

Independence war of Bangladesh
On the night of March 25, 1971, West Pakistani invasion forces attacked the unarmed Bengalis of East Pakistan. That night, the leader of East Pakistan, Sheikh Mujibur Rahman, was arrested by West Pakistani forces. Before being arrested, he declared the independence of Bangladesh. The political leaders of East Pakistan went into hiding on the orders of Sheikh Mujib to organize the liberation war. At this critical moment, Ziaur Rahman rebelled after the West Pakistani forces attacked Dhaka, the capital of East Pakistan, on March 25, 1971.

Zia was praised by reading the Declaration of Independence of Bangladesh. In the early hours of 26th March, Sheikh Mujibur Rahman previously declared independence and sent that declaration to Chittagong. Chittagong Awami League General Secretary MA Hannan read out the leaflet of the declaration of independence sent by Sheikh Mujib from the Kalurghat Broadcasting Centre, which was previously broadcast and distributed on mike, which was also heard by Jiao. Professor Abul Kashem Sandwip also read the declaration of independence from the newly established Swadhin Bangla Biplabi Betar Kendra. Read. Belal Mohammad himself, Awami League leader Hannan, Abul Kashem Sandwip, radio announcers - Abdullah Al Farooq, Mahmud Hossain and Sultanul Alam - also read the declaration of independence before Zia. K. According to Khandkar, a technician from Betar also read the announcement. Belal Mohammad claimed that Zia was the ninth reader of the announcement. Belal Mohammad's statement was also called a joke by many. Basically, because many of the announcements were not scheduled during regular event times, their announcements were heard by a limited number of people. However, MA Hannan and Abul Kashem Sandwip's announcements preceded Zia's and their (especially MA Hannan's) announcements are particularly noteworthy.

After reading the declaration of independence from Kalurghat, the broadcasters started feeling insecure. Belal Mohammad, one of the main promoters of Betar Kendra requested Major Rafiqul Islam to send soldiers to guard the security of Betar Kendra. But when he failed to do so due to his busy schedule, the entrepreneurs of the wireless center felt helpless. On the advice of a colleague, Belal Mohammad went to the army camp in Patia and through conversation confirmed that a high-ranking military member there was a supporter of Major Zia Bangabandhu. Belal requests Zia to shift his army camp near the radio station, Zia agrees and takes the jeep to the radio station.

He read the Declaration of Independence for the first time on 27th March and again on 28th and 29th. "My colleagues who were present started the programme," Belal Mohammad Zia said about the March 27 declaration of independence. Once Ziaur Rahman and I were sitting in a room. A colleague of mine is showing me some papers. What I thought I said, "Well, Major, here we are all minor, you are the only Major. Do you say something in your own voice?

The weapons that the Punjabis are using. It will not take us more than two or three days to suppress them." After that it ended by saying 'Khoda Hafez. In a moment Major Zia will deliver an urgent speech – thus two or three advance announcements are made. 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.