Header Ads

Header ADS

চিরিরবন্দর উপজেলা


চিরিরবন্দর উপজেলা
আয়তন : ৩১২.৮৫ কিমি (১২০.৭৯ বর্গমাইল)
জনসংখ্যা ২০১১ সালের জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা ২,৯২,৫০০ জন; এর মধ্যে পুরুষ - ১,৪৬,৬১৯ জন এবং মহিলা - ১,৪৫,৮৮১ জন। জনসংখ্যার ঘনত্ব ৮৫৯।
পোস্ট কোড ৫২৪০
চিরিরবন্দর উপজেলা বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক কেন্দ্র।

অবস্থান
জেলা সদর হতে ১৬ কি.মি পূর্বে এর অবস্থান। এই উপজেলার উত্তরে খানসামা উপজেলা, পূর্বে পার্বতীপুর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ী উপজেলা ও ভারত এবং পশ্চিমে দিনাজপুর সদর উপজেলা।

ইতিহাস
বৃটিশ আমলে চিরির নদীর তীরে সওদাগররা বড় বড় নৌকায় করে পণ্য আনা নেয়া করত। ব্যবসার কারণে এখানে একটি বন্দর গড়ে ওঠে। এ চিরির নদীর নামানুসারে বন্দরটির নাম হয় চিরিরবন্দর। ১৯১৪ সালে চিরিরবন্দর থানা গঠিত হয়। এরপর ১৯৮৩ সালে চিরিরবন্দর উপজেলায় পরিণত হয়।

চিরিরবন্দর উপজেলার অধিকাংশ মানুষই কোন না কোনভাবে কৃষি কাজের সাথে জড়িত। ধান, গম, ভুট্টা, কলা ও আলু প্রধান অর্থকরী ফসল। এছাড়া পেঁয়াজ, রসুন, লিচুও অন্যতম। নদীতে প্রাপ্ত মাছ ছাড়াও এ অঞ্চলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.