উলিপুর উপজেলা (Ulipur Upazila)
উলিপুর উপজেলা
উলিপুর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি।
কুড়িগ্রাম জেলা সদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে ২৫°৩৩´ থেকে ২৫°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৫১´ পূর্ব দ্রাঘিমাংশে উলিপুর উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও চিলমারী উপজেলা, পূর্বে রৌমারী উপজেলা ও ভারতের আসাম, পশ্চিমে রংপুর জেলার পীরগাছা উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা।
উলিপুর উপজেলায় রয়েছে একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন পরিষদ, ১৪৭টি মৌজা এবং ৩৫৮টি গ্রাম। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উলিপুর থানাধীন।
Ulipur Upazila
Ulipur Upazila is an administrative area of Kurigram District, Bangladesh. It is one of the largest upazilas in the country.
Ulipur Upazila is located at 25°33' to 25°49' north latitude and 89°29' to 89°51' east longitude, 18 km south of Kurigram district headquarters. North of this upazila is Kurigram Sadar Upazila and Rajarhat Upazila, South is Sundarganj Upazila and Chilmari Upazila of Gaibandha District, East is Roumari Upazila and Assam of India, West is Pirgacha Upazila of Rangpur District and Sundarganj Upazila of Gaibandha District.
Ulipur upazila has one municipality, 13 union parishads, 147 mauzas and 358 villages. The administrative activities of this upazila are under Ulipur Thana.
কোন মন্তব্য নেই