কুড়িগ্রাম সদর উপজেলা (Kurigram Sadar Upazila)
কুড়িগ্রাম সদর উপজেলা
কুড়িগ্রাম সদর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা।
কুড়িগ্রাম নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। এ বিষয়ে প্রশ্নাতীত বা সন্দেহমুক্ত কোন তথ্য পাওয়া যায়নি। সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায়, কোন এক সময় মহারাজা বিশ্ব সিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এ কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়।
আয়তন: ২৭৬.৪৫ বর্গ কি. মি। এই উপজেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্জলে অবস্থিত। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা, দক্ষিণে উলিপুর উপজেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে রাজারহাট উপজেলা।
Kurigram Sadar Upazila
Kurigram Sadar Upazila is an administrative area of Kurigram District, Bangladesh.
There are many legends about the history of naming Kurigram. No indisputable or unquestionable information has been found in this regard. All are legends and folklore. Some of his points may seem plausible. It is known that Maharaja Biswa Singha sent twenty fishermen families to this region recognizing them as high class Hindus. Kurigram is believed to have been named after the story of the arrival of this Kuri family.
Area: 276.45 sq. km. Mr. This upazila is located in the north western part of Bangladesh. North of this upazila is Phulbari upazila and Nageshwari upazila of Kurigram district, Ulipur upazila in south, Assam in India in east, Rajarhat upazila in west.
কোন মন্তব্য নেই