গাংনী উপজেলা
গাংনী বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি একে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
গাংনী নামের সাথে যুক্ত হয়ে আছে এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশের পরিচয়। গাংনী পদটিই এখানে প্রধান। নদী বা নদীর মৃতপ্রায় ধারাকে এ এলাকার মানুষ গাং বা গাঙ বলে। অনুমান করা হয় যে, গাঙ্গেয় অববাহিকার এ এলাকায় প্রথম বসতি স্থাপনকারী মানুষেরা অন্যদের বসবাসে উদ্বুদ্ধ করার জন্য ‘এ এলাকায় গাং অর্থাৎ নদী নেই’- এমন ঘোষণা দেয়। ‘গাং নেই’ পরবর্তীকালে হয়ে যায়- ‘গাংনী’। এ এলাকার মানুষেরা নেই বুঝাতে ‘নি’ উচ্চারণ করে। গাংনী নামকরণে ভিন্ন আর একটি যুক্তিও পাওয়া যায়। পশ্চিমে কাজলা নদী এবং পূর্বে মাথাভাঙ্গা নদীর মধ্যবর্তী দোয়ার অঞ্চলে এ থানার অবস্থান। সেই অর্থে এ নদীর প্রধান উৎস গঙ্গা। গঙ্গার কন্যা মনে করার কারণে খরস্রোতা মাথাভাঙ্গাকে একসময় এ এলাকার মানুষ ‘গাংগীনি’ বলে ডাকত। গাংগীনি থেকে গাঙ্গনী বা গাংনী শব্দের উৎপত্তি। গাংনী নামকরণে মুলত এ অঞ্চলের নদী সম্পৃক্ততার পরিচয় ফুটে উঠেছে।
এই উপজেলার উত্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ও মেহেরপুর সদর উপজেলা, পূর্বে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা, পশ্চিমে মেহেরপুর সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ।
উপজেলার মোট আয়তন ৩৪৪.৪৭ বর্গ কিলোমিটার। এটি ১টি থানা, ১টি পৌরসভা (গ শ্রেণীর), ৯টি ইউনিয়ন, ১৩টি মহল্লা, ০৯টি ইউনিয়ন, ১০৩টি মৌজা, ১৪৩ টি গ্রাম নিয়ে গঠিত।
ইউনিয়নসমূহঃ-
- কাথুলী ইউনিয়ন,
- তেতুঁলবাড়ীয়া ইউনিয়ন,
- কাজিপুর ইউনিয়ন,
- বামন্দি ইউনিয়ন,
- মটমূড়া ইউনিয়ন,
- ষোলটাকা ইউনিয়ন,
- সাহারবাটি ইউনিয়ন,
- ধানখোলা ইউনিয়ন,
- রায়পুর ইউনিয়ন।
Gangni Upazila
Gangni is an upazila in Meherpur District, Bangladesh. It was declared as an upazila on February 24, 1984.
The name Gangni is associated with the geographical environment of the region. The word Gangni is the main one here. The people of this area call the river or the dead stream of the river Gang or Gang. It is estimated that the first people who settled in this area of the Ganges basin declared that 'there is no Gang or river in this area' to encourage others to live there. 'There is no Gang' later became 'Gangni'. The people of this area pronounce 'ni' to mean 'no'. Another reason for naming Gangni is also found. The location of this thana in the Doar region between the Kajla River in the west and the Mathabhanga River in the east. In that sense, the main source of this river is the Ganga. The people of this area once called the fast-flowing Mathabhanga 'Gangini' because they considered it the daughter of the Ganges. The word Gangni or Gangni is derived from Gangini. The name Gangni basically reflects the river connection of this region.
This upazila is bounded by Daulatpur Upazila of Kushtia district to the north, Alamdanga Upazila and Meherpur Sadar Upazila of Chuadanga district to the south, Daulatpur Upazila of Kushtia district, Alamdanga Upazila of Chuadanga district and Mirpur Upazila of Kushtia district to the east, Meherpur Sadar Upazila and West Bengal of India to the west.
The total area of the upazila is 344.47 square kilometers. It consists of 1 thana, 1 municipality (class C), 9 unions, 13 mohallas, 09 unions, 103 mouzas, and 143 villages.
Unions:
- Kathuli Union,
- Tetulbaria Union,
- Kazipur Union,
- Bamondi Union,
- Matmura Union,
- Sholataka Union,
- Saharbati Union,
- Dhankhola Union,
- Raipur Union.
কোন মন্তব্য নেই