মেহেরপুর সদর উপজেলা
মেহেরপুর সদর উপজেলা বাংলাদেশের মেহেরপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
মেহেরপুর সদর উপজেলা উত্তরে গাংনী উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে মুজিবনগর উপজেলা, পূর্বে গাংনী উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
মেহেরপুর সদর উপজেলায় রয়েছে ০৭টি ইউনিয়ন, ৬০টি মৌজা এবং ১০৪টি গ্রাম।
ইউনিয়নসমূহঃ-
- কুতুবপুর ইউনিয়ন,
- বুড়িপোতা ইউনিয়ন,
- আমঝুপি ইউনিয়ন,
- শ্যামপুর ইউনিয়ন,
- আমদহ ইউনিয়ন,
- পিরোজপুর ইউনিয়ন,
- বারাদি ইউনিয়ন
এই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
- মেহেরপুর সরকারি কলেজ,
- মেহেরপুর সরকারি মহিলা কলেজ,
- মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়,
- মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,
- মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রভৃতি।
মেহেরপুর সদর উপজেলায় ১টি নদী রয়েছে। নদীটি হচ্ছে ভৈরব নদী।
Meherpur Sadar Upazila is an administrative area of Meherpur District, Bangladesh.
Meherpur Sadar Upazila is bordered by Gangni Upazila and West Bengal, India to the north, Mujibnagar Upazila to the south, Gangni Upazila and Alamdanga Upazila of Chuadanga District to the east, and West Bengal, India to the west.
There are 07 unions, 60 mouzas and 104 villages in Meherpur Sadar Upazila.
Unions:-
- Kutubpur Union,
- Buripota Union,
- Amjhupi Union,
- Shyampur Union,
- Amdah Union,
- Pirojpur Union,
- Baradi Union
Notable among the educational institutions of this upazila are:
- Meherpur Government College,
- Meherpur Government Women's College,
- Meherpur Government High School,
- Meherpur Government Girls' High School,
- Meherpur Government Technical School and College etc.
There is 1 river in Meherpur Sadar Upazila. The river is the Bhairav River.
কোন মন্তব্য নেই