সৈয়দপুর উপজেলা (Saidpur Upazila)
সৈয়দপুর উপজেলা
বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত। সৈয়দপুর উপজেলার পূর্বে কিশোরগঞ্জ উপজেলা ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা, উত্তরে নিলফামারী সদর উপজেলা, পশ্চিমে দিনাজপুর জেলার খানসামা উপজেলা ও চিরিরবন্দর উপজেলা এবং দক্ষিণে পার্বতীপুর উপজেলা অবস্থিত। আয়তন ১২১.৬৮ বর্গ কিলোমিটার। সৈয়দপুর উপজেলা ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন সমূহ - কামারপুকুর ইউনিয়ন, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন, বাংগালীপুর ইউনিয়ন, বোতলাগাড়ী ইউনিয়ন, খাতামধুপুর ইউনিয়ন।
ইতিহাস
সৈয়দপুর থানা একটি অনেক পুরাতন থানা। ১৯১৫ সালে সৈয়দপুর থানা প্রতিষ্ঠিত হয়। অধিকাংশদের মতে ভারত বর্ষের কুচ বিহার থেকে আগত মুসলিম সাইয়্যেদ পরিবার প্রথমে এ অঞ্চলে বসবাস শুরু করেন। উক্ত সাইয়্যেদ পরিবারের নামানুসারে প্রথমতঃ সাইয়্যেদপুর পরে সৈয়দপুর নামকরণ করা হয়। এ উপজেলার আয়তন ১২১.৬৮ বর্গ কিঃ মিঃ। পূর্ব পাকিস্তান আমলে সৈয়দপুর সিটি টাউন ছিল কিন্তু বর্তমানে সিটি টাউনের চেয়ও কাজে কর্মে জেলা শহরের রুপ নিয়াছে। অন্যান্য উপজেলা থেকে সৈয়দপুর একটি ব্যতিক্রমধর্মী উপজেলা । এ উপজেলার অধিকাংশ লোকজন শহর এলাকায় বসবাস করে।
এ শহরে একটি সেনানিবাস এবং বাংলাদেশের একমাত্র ই.এম.ই সেন্টার ও স্কুল আছে। এখানে একটি বিমান বন্দরও আছে। পানি উন্নয়ন বোর্ডের একটি বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের একটি উপ-বিভাগ রয়েছে। এখানে একটি ছোট আকারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। পরিবহনের ক্ষেত্রে সৈয়দপুর বৃহত্তর রংপুর, দিনাজপুরসহ ৮টি জেলার করিডোর বা নার্ভ সেন্টার হিসেবে পরিচিত।
প্রশাসনিক এলাকা
সৈয়দপুর উপজেলা ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।
পৌরসভা: সৈয়দপুর
পৌরসভা ইউনিয়ন সমূহ:
- কামারপুকুর ইউনিয়ন
- কাশিরাম বেল পুকুর ইউনিয়ন
- বাঙ্গালীপুর ইউনিয়ন
- বোতলাগাড়ী ইউনিয়ন
- খাতামধুপুর ইউনিয়ন
Saidpur New Airport |
Saidpur Old Airport |
Syedpur Upazila
Located in Nilphamari District of Rangpur Division, Bangladesh. To the east of Syedpur upazila are Kishoreganj upazila and Taraganj upazila of Rangpur district, to the north is Nilphamari Sadar upazila, to the west are Khansama upazila and Chirirbandar upazila of Dinajpur district and to the south is Parvatipur upazila. Area 121.68 square kilometers. Syedpur upazila consists of 1 municipality and 5 unions. Unions - Kamarpukur Union, Kashiram Belpukur Union, Bangalipur Union, Botlagari Union, Khatamdhupur Union.
History
Syedpur police station is a very old police station. Syedpur Thana was established in 1915. According to most, the Muslim Syed family from Cooch Bihar in India first settled in the region. According to the name of the said Sayyed family, firstly: Sayyedpur and then Syedpur was named. The area of this upazila is 121.68 square km. Syedpur was a city town during the East Pakistan era but now it has become a district town rather than a city town. Syedpur is an exceptional upazila from other upazilas. Most of the people of this upazila live in urban areas.
The city has a cantonment and the only EME center and school in Bangladesh. There is also an airport here. There is a department of Water Development Board and a sub-department of Roads and Highways Department. There is also a small scale power generation plant. In terms of transportation, Syedpur is known as the corridor or nerve center of 8 districts including Greater Rangpur, Dinajpur.
Administrative area
Syedpur upazila consists of 1 municipality and 5 unions.
Municipality: Syedpur
Municipal Unions:
- Kamarpukur Union
- Kashiram Bell Pukur Union
- Bangalipur Union
- Botlagari Union
- Khatamodhupur Union
কোন মন্তব্য নেই