Header Ads

Header ADS

সাতক্ষীরা সদর উপজেলা (Satkhira Sadar Upazila)

 সাতক্ষীরা সদর উপজেলা


সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।সাতক্ষীরা সদরের প্রশাসন সাতক্ষীরা থানাকে উপজেলায় রূপান্তর করে ১৯৮৪ সালে।১৮৬৯ সালে পৌরসভা গঠন করা হয় । সুলতানপুর বড়বাজার (প্রাচীন নাম প্রাণসায়ের বাজার) উপজেলা শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র। এছাড়াও সাতক্ষীরা জেলার প্রধান শহরটি এই উপজেলার সাতক্ষীরা পৌরসভাতেই অবস্থিত। 

বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সাতক্ষীরা বাংলাদেশ এর অন্যতম বৃহত্তম জেলা। জেলার উত্তর গোলার্ধে নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তির মধ্যবর্তী ২১°৪৮´ থেকে ২২°৫৮´ উত্তর অক্ষাংশে এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক গড়ে ১৬´ উচ্চে অবস্থিত। এই উপজেলার উত্তরে কলারোয়া উপজেলা, দক্ষিণে দেবহাটা উপজেলা ও আশাশুনি উপজেলা, পূর্বে তালা উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। 

সাতক্ষীরা সদর উপজেলায় ১৪ টি ইউনিয়ন রয়েছে। এগুলি হল - 

  • বাঁশদহা ইউনিয়ন 
  • কুশখালী ইউনিয়ন 
  • বৈকারী ইউনিয়ন 
  • ঘোনা ইউনিয়ন 
  • শিবপুর ইউনিয়ন 
  • ভোমরা ইউনিয়ন 
  • আলীপুর ইউনিয়ন 
  • ধুলিহর ইউনিয়ন 
  • ব্রহ্মরাজপুর ইউনিয়ন 
  • আগরদাঁড়ী ইউনিয়ন 
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন 
  • বল্লী ইউনিয়ন 
  • লাবসা ইউনিয়ন 
  • ফিংড়ী ইউনিয়ন 



উল্লেখযোগ্য স্থান 

  • সুলতানপুর শাহী মসজিদ। 
  • জমিদার বাড়ি জামে মসজিদ। 
  • বৈকারী শাহী মসজিদ ও হোজরাখানা। 
  • ঝাউডাঙ্গা তহসীল অফিস। 
  • সাতক্ষীরা পঞ্চমন্দির। 
  • অন্নণপূর্ণা মন্দির। 
  • জগন্নাথ দেবের মন্দির। 
  • কালভৈরব মন্দির। 
  • রাধা-গোবিন্দ মন্দির। 
  • ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির। 
  • ঝাউডাঙ্গা শ্রী শ্রী কালীমন্দির।

Satkhira Sadar Upazila 

Satkhira Sadar Upazila is an administrative area under the Satkhira District of Bangladesh. The administration of Satkhira Sadar converted Satkhira Thana into an Upazila in 1984. The municipality was formed in 1869. Sultanpur Barabazar (old name Pransayer Bazar) is the main commercial center of the upazila city. Also the main town of Satkhira district is located in Satkhira municipality of this upazila.

Satkhira is one of the largest districts of Bangladesh located in the southwestern region of Bangladesh. The district lies between the Equator and Tropic of Cancer in the Northern Hemisphere between 21°48' to 22°58' N latitude and 88°55' to 89°55' E longitude and approximately 16' above sea level on average. Kalaroa Upazila is to the north of this upazila, Debhata Upazila and Asashuni Upazila to the south, Tala Upazila to the east, West Bengal of India to the west.

There are 14 Unions in Satkhira Sadar Upazila. These are –

  • Bansdaha Union
  • Kushkhali Union
  • Trade unions
  • Ghona Union
  • Shivpur Union
  • Bhomra Union
  • Alipur Union
  • Dhulihar Union
  • Brahmarajpur Union
  • Agardandi Union
  • Jhowdanga Union
  • Balli Union
  • Labsa Union
  • Fingri Union

Notable places

  • Sultanpur Shahi Mosque.
  • Zamindar house Jame Masjid.
  • Baikari Shahi mosque and prostitutes.
  • Jhowdanga Tehsil Office.
  • Satkhira Panchmandir.
  • Annapurna Temple.
  • Temple of Jagannath Dev.
  • Kalbhairava temple.
  • Radha-Govinda Temple.
  • Six Gharia Jora Shiva Temple.
  • Jhowdanga Sri Sri Kalimandir.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.