বাঘারপাড়া উপজেলা
বাঘারপাড়া উপজেলা
বাঘারপাড়া বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
উত্তরে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ও মাগুরা জেলার শালিখা উপজেলা, দক্ষিণে নড়াইল সদর উপজেলা ও যশোর সদর উপজেলা, পূর্বে মাগুরা জেলার শালিখা উপজেলা ও নড়াইল সদর উপজেলা, পশ্চিমে যশোর সদর উপজেলা।
এই উপজেলার ৯টি ইউনিয়ন হচ্ছে -
- জহুরপুর ইউনিয়ন
- বন্দবিলা ইউনিয়ন
- রায়পুর ইউনিয়ন
- নারিকেলবাড়িয়া ইউনিয়ন
- ধলগ্রাম ইউনিয়ন
- দোহাকুলা ইউনিয়ন
- দরাজহাট ইউনিয়ন
- বাসুয়াড়ী ইউনিয়ন
- জামদিয়া ইউনিয়ন
একটি মতবাদ হলোঃ প্রাচীনকালে এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিলো, অত্যধিক ঘন জঙ্গল থাকায় এই অঞ্চলে বাঘের আনাগোনা ছিলো। বাঘের চলাফেরা ছিলো বলে নাম হয় বাঘের পাড়া, সেটিই বর্তমানে বাঘারপাড়া হিসেবে পরিচিত।
Bagharpara Upazila
Bagharpara is an upazila in Jessore district of Bangladesh.
Kaliganj Upazila of Jhenaidah District and Shalikha Upazila of Magura District on the North, Narail Sadar Upazila and Jessore Sadar Upazila on the South, Shalikha Upazila and Narail Sadar Upazila of Magura District on the East, Jessore Sadar Upazila on the West.
9 unions of this upazila are -
- Jahurpur Union
- Bandbila Union
- Raipur Union
- Narikelbaria Union
- Dhalgram Union
- Dohacula Union
- Darajhat Union
- Basuari Union
- Jamdia Union
One theory is that in ancient times this region was full of forests, because of the dense forests, tigers roamed this region. It is called Bagher Para because there was movement of tigers, it is now known as Bagharpara.
কোন মন্তব্য নেই