চৌগাছা উপজেলা
চৌগাছা উপজেলা
চৌগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে যশোর জেলায় এ উপজেলার অবস্থান। এর উত্তরে মহেশপুর উপজেলা, কোটচাঁদপুর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে শার্শা উপজেলা ও ঝিকরগাছা উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে যশোর সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে মহেশপুর উপজেলা।
এই উপজেলার ইউনিয়নসমূহ -
- ফুলসারা ইউনিয়ন
- পাশাপোল ইউনিয়ন
- সিংহঝুলী ইউনিয়ন
- ধুলিয়ানী ইউনিয়ন
- চৌগাছা ইউনিয়ন
- জগদিশপুর ইউনিয়ন
- পাতিবিলা ইউনিয়ন
- হাকিমপুর ইউনিয়ন
- স্বরূপদাহ ইউনিয়ন
- নারায়ণপুর ইউনিয়ন
- সুখপুকুরিয়া ইউনিয়ন
ব্রিটিশ ভারত আমলে চৌগাছার নামকরণ করা হয়। জনশ্রুতি আছে কপোতাক্ষ নদের দুই পাড়ে সুউচ্চ চারটি বটগাছ ছিল। নৈশকালীন খেয়া পারাপার ও নৌকা চলাচলের জন্য উক্ত গাছে আলো জ্বেলে সংকেত পাঠানো হতো। মূলত ঐ চারটি বট গাছ হতেই চৌগাছা নামের উৎপত্তি হইয়াছে। বর্তমানে দু'পাড়ে দুটি বটগাছ জীবিত আছে। ১৯৭৭ সালে চৌগাছা থানা পুনঃগঠিত হয় এবং ১৯৮২ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।
Chougacha is an upazila in Jessore district of Bangladesh.
The location of this upazila is in Jessore district in the southwest corner of Bangladesh. Maheshpur Upazila, Kotchandpur Upazila and Kaliganj Upazila to the North, Sharsha Upazila and Jhikargacha Upazila to the South and West Bengal of India, Jessore Sadar Upazila and Kaliganj Upazila to the East, Maheshpur Upazila to the West.
Unions of this Upazila -
- Phulsara Union
- Pashapol UNION
- Sinhjhuli Union
- Dhuliani Union
- Chougacha Union
- Jagdishpur Union
- Patibila Union
- Hakimpur Union
- Swarupdah Union
- Narayanpur Union
- Sukhpukuria Union
Chougacha was named during British India period. Legend has it that there were four tall banyan trees on both banks of the Kapotaksha river. A signal was sent by lighting the tree to cross the canal and boat movement at night. Originally, the name Chougacha originated from those four banyan trees. Currently, two banyan trees are alive on both banks. Chowagacha Thana was reconstituted in 1977 and upgraded to Upazila in 1982.


কোন মন্তব্য নেই