কয়রা উপজেলা (Koira Upazila)
কয়রা উপজেলা
Koira Upazila |
কয়রা উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। ১৭৭৫.৪১ বর্গকিলোমিটার আয়তন নিয়ে এটি বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা।খুলনা জেলার দক্ষিণের জনপদটি বর্তমানে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে।পৃথিবী বিখ্যাত বা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এর কোল ঘেষে গড়ে ওঠা এই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য দেশের অন্যান্য উপজেলা থেকে আলাদা এবং মনোমুগ্ধকর।উপজেলাটির দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের নয়নাভিরাম সমুদ্র সৈকত।শিক্ষার হার বাড়ার সাথে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন থাকায় অর্থনৈতিক সমৃদ্ধিও আসছে কয়রায়।এছাড়া কয়রা উপজেলার অন্যতম অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো মৎস্য শিল্প বা চিংড়ি চাষ যার কারণে কয়রা উপজেলার বিভিন্ন জায়গায় বড় বড় ঘের কিংবা জলাধার দেখা যায়।কয়রার মানুষ দেশ ও দেশের বাইরে সফলতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে।বর্তমানে সরকারের উদ্যোগে কয়রায় বড় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
কয়রার ভৌগোলিক অবস্থান ২২.৩৪১৭° উত্তর ৮৯.৩০০০° পূর্ব। এখানে ২৮০৬১ পরিবারের ইউনিট রয়েছে এবং মোট এলাকা ১৭৭৫,৪১ কিমি²। উত্তরে পাইকগাছা উপজেলা, দক্ষিণ বঙ্গোপসাগর ও সুন্দরবন, পূর্বে দাকোপ উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ও আশাশুনি উপজেলা।
কয়রা উপজেলা খুলনার সবচেয়ে দক্ষিণের একমাত্র উপজেলা। কয়রা থানা গঠিত হয় ১৯৮০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। কয়রা থানা গঠন করে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদ।
মুক্তিযুদ্ধের সময় কয়রা উপজেলা ৯নং সেক্টরের অধীন ছিল। এখানে ৯ নং সাব-সেক্টর হেডকোয়ার্টার স্থাপিত হয়েছিল যেটা আমাদী ইউনিয়নে বাছাড়বাড়ি-মনোরঞ্জন ক্যাম্প নামে সুপরিচিত এবং এখান থেকেই মুক্তিবাহিনীর মোট ২৩টি ক্যাম্প ও অধিকাংশ অভিযান পরিচালিত হতো।
কয়রায় রয়েছে ৭টি ইউনিয়ন, ৭২টি মৌজা/মহল্লা এবং ১৩১ টি গ্রাম।
Koira Embankment Khulna |
Koira Upazila
Koira Upazila is an administrative area of Khulna District, Bangladesh. It is the 2nd largest upazila of Bangladesh with an area of 1775.41 square kilometers. The southern town of Khulna district is currently facing various natural disasters. The natural beauty of this upazila is different from other upazilas in the country and is built around the lap of Sundarban, the world famous or the world's largest mangrove forest. In the south of the upazila there is a beautiful beach of the Bay of Bengal. Economic prosperity is also coming to Koira as the communication system is continuous with the increase in education rate. In addition, one of the economic features of Koira upazila is the fishery industry or shrimp farming due to which large enclosures or reservoirs are seen in different places of Koira upazila. The people of Koira are country. And it is moving forward with a sign of success outside the country. At present, the initiative of the government has been taken to establish a big tourist center in Koira.
Geographical location of Koira is 22.3417°N 89.3000°E. There are 28061 family units and the total area is 1775,41 km². Paikgacha upazila in the north, Bay of Bengal and Sundarbans in the south, Dakop upazila in the east, Shyamnagar upazila and Asashuni upazila in Satkhira district in the west.
Koira Upazila is the southernmost upazila of Khulna. Koira thana was formed in 1980 and the thana was converted into upazila in 1983. Koira Police Station was established by the then President Hussain Mohammad Ershad.
Koira Upazila was under Sector 9 during the Liberation War. Sub-Sector Headquarters No. 9, popularly known as Bacharbari-Manoranjan Camp in Amadi Union, was established here and a total of 23 camps and most of the operations of the Liberation Army were conducted from here.
Koira has 7 unions, 72 mauzas/mahallas and 131 villages.
কোন মন্তব্য নেই