Header Ads

Header ADS

ফকিরহাট উপজেলা

 ফকিরহাট উপজেলা

https://msakter.blogspot.com

ফকিরহাট উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। 

ফকিরহাট ২২.৭৮০৬° উত্তর অক্ষাংশ ও ৮৯.৭০৮৩° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আয়তন হচ্ছে ১৬০.৬৮ বর্গ কিলোমিটার। ফকিরহাট উপজেলা বাগেরহাট জেলার পশ্চিমাংশে অবস্থিত। এই উপজেলার উত্তরে খুলনা জেলার রূপসা উপজেলা ও মোল্লাহাট উপজেলা, দক্ষিণে রামপাল উপজেলা, পূর্বে বাগেরহাট সদর উপজেলা ও চিতলমারী উপজেলা, পশ্চিমে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ও রূপসা উপজেলা।

ফকিরহাট উপজেলায় ১ টি উপজেলা পরিষদ, ৮ টি ইউনিয়ন পরিষদ এবং ১ টি পৌরসভা রয়েছে। এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে - 

  • বেতাগা ইউনিয়ন 
  • লখপুর ইউনিয়ন 
  • পিলজংগ ইউনিয়ন 
  • ফকিরহাট ইউনিয়ন 
  • বাহিরদিয়া মানসা ইউনিয়ন 
  • নলধা মৌভোগ ইউনিয়ন 
  • মূলঘর ইউনিয়ন,ফকিরহাট 
  • শুভদিয়া ইউনিয়ন 

১৯৬৯ সালের ০৭ জুন ফকিরহাট পুলিশ স্টেশন স্থাপিত হয়। ১৯৮৩ সালের ১ আগস্ট ফকিরহাটকে মান উন্নিত থানা হিসাবে পরিগণিত করা হয়। উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কিছুই জানা যায় না। তবে জনশ্রুতি আছে যে, ফকির মঙ্গল শাহ্ নামে এক আধ্যাতিক মুসলিম সাধক ভৈরব নদীর দক্ষিণ তীরে পুলিশ স্টেশনের কাছে তার আস্তানা তৈরী করেন। জানা যায় যে, অলৌকিক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাধক পুরষ। কালে কালে তার আস্তানাকে কেন্দ্র করে দোকান পাট বসতে থাকে। কালক্রমে তা বৃদ্ধি ও প্রসার লাভ করে হাটে রুপান্তরিত হয়। ফকিরের আস্তানাকে কেন্দ্র করে গড়ে উঠা এই হাট পরবর্তীতে ফকিরহাট নামে পরিচিতি লাভ করে।

১৯৭১ সালে রাজাকার বাহিনী এখানে অনেক নির্যাতন চালায়। মুক্তিযুদ্ধের সময় শুভদিয়া ইউনিয়নে দেয়াপাড়া গ্রামে মুক্তিযোদ্ধাদের শিবিরে রাজাকারা আকস্মিক হামলা করেন।


ঐতিহাসিক স্থাপনা ও স্থান 

  • শাহ আউলিয়ার মাজার বালিয়াডাঙ্গা 
  • জোড়া শিব মন্দির দোহাজারী 
  • কামটার দীঘি-খানজাহান আলী কর্তৃক খননকৃত 
  • লাল চন্দ্রপুর দীঘি ও মসজিদ 
  • মকরউল্লাহ শাহের দরবার 
  • রঙ্গুসারে দিঘী শাহপুর 
  • নিলকর সাহেবদের কুঠির, মূলঘর 
  • বুড়ির বটতলা মাজার 
  • মানসা কালিবাড়ী


Fakirhat Upazila is an administrative area of ​​Bagerhat District of Bangladesh.

Fakirhat is located at 22.7806° North Latitude and 89.7083° East Longitude. The area is 160.68 square kilometers. Fakirhat upazila is located in the western part of Bagerhat district. Rupsa upazila and Mollahat upazila of Khulna district are on the north of this upazila, Rampal upazila on the south, Bagerhat Sadar upazila and Chitalmari upazila on the east, Batiaghata upazila and Rupsa upazila of Khulna district on the west.

Fakirhat Upazila has 1 Upazila Parishad, 8 Union Parishads and 1 Municipality. The unions of this upazila are -

  • Betaga Union
  • Lakhpur Union
  • Piljong Union
  • Fakirhat Union
  • Bahirdia Mansa Union
  • Naldha Maubhoga Union
  • Mulghar Union, Fakirhat
  • Subhodia Union

Fakirhat Police Station was established on June 07, 1969. On 1 August 1983, Fakirhat was considered as an upgraded police station. Nothing is known precisely about the naming of the upazila. However, legend has it that a spiritual Muslim saint named Fakir Mangal Shah built his hermitage near the police station on the south bank of the Bhairav ​​river. It is known that this saintly man possessed miraculous divine powers. From time to time, shops were set up around his shelter. Over time it grew and expanded and turned into a market. This hut, built around the astana of a fakir, later came to be known as Fakirhat.

In 1971, the Razaka army carried out many tortures here. During the liberation war, the Rajakaras suddenly attacked the camp of freedom fighters at Deyapara village in Subhodia union.

Historical buildings and places

  • Shah Auliya's shrine Baliadanga
  • Jora Shiva Mandir Dohajari
  • Kamtar Dighi-Excavated by Khan Jahan Ali
  • Lal Chandrapur Dighi and Mosque
  • Makrullah Shah's court
  • Rangusare Dighi Shahpur
  • Nilkar Saheb's Kuthir, Moolghar
  • Buri's Battala shrine
  • Mansa Kalibari

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.