Header Ads

Header ADS

দাকোপ উপজেলা (Dakop Upazila)

 দাকোপ উপজেলা

https://msakter.blogspot.com
Dakop Upazila

দাকোপ উপজেলা পশুর নদীর পাড়ে অবস্থিত বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা। দাকোপের প্রশাসনিক অঞ্চল চালনায় অবস্থিত। দাকোপের সাথে খুলনার বটিয়াঘাটা উপজেলা, পাইকগাছা উপজেলা এবং বাগেরহাটের মোংলা উপজেলার সীমানা রয়েছে।

দাকোপের ভৌগোলিক অবস্থান ২২.৫৭২২° উত্তর ৮৯.৫১১১° পূর্ব। দাকোপের মোট আয়তন ৯৯১.৫৮ কিমি²। উত্তরে বটিয়াঘাটা উপজেলা, দক্ষিণে পশুর নদী, পূর্বে বাগেরহাট জেলার রামপাল উপজেলা ও মোংলা উপজেলা, পশ্চিমে পাইকগাছা উপজেলা ও কয়রা উপজেলা।

১৯১৩ সালে দাকোপ থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৩ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ৯টি ইউনিয়ন (লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, বাজুয়া, দাকোপ, কামারখোলা, সুতারখালী,পানখালী, তিলডাঙ্গা),১টি পৌরসভা (চালনা), ২৬ মৌজা এবং শতাধিক গ্রাম নিয়ে দাকোপ থানা গঠিত।

দাকোপ উপজেলা ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। দাকোপ উপজেলার একমাত্র পৌরসভাটি হলো-চালনা পৌরসভা।

Dakop Upazila

Dakop Upazila is an administrative area of ​​Khulna District, Bangladesh, located on the banks of Pasur River. The administrative region of Dakop is located in Chilan. Dakop is bordered by Batiaghata Upazila of Khulna, Paikgacha Upazila and Mongla Upazila of Bagerhat.

Geographical location of Dakop is 22.5722°N 89.5111°E. Dakop has a total area of ​​991.58 km² Batiaghata upazila in the north, Pasur river in the south, Rampal upazila and Mongla upazila of Bagerhat district in the east, Paikgacha upazila and Koira upazila in the west.

The administrative activities of Dakop police station started in 1913 and it was declared as upazila in 1983. Dakop Thana consists of 9 Unions (Laudob, Kailashganj, Banishanta, Bajua, Dakop, Kamarkhola, Sutarkhali, Pankhali, Tildanga), 1 Municipality (Chalna), 26 Mauzas and hundreds of villages.

Dakop upazila consists of 9 unions and one municipality. The only municipality in Dakop Upazila is Chalna Municipality.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.