কেশবপুর উপজেলা (Keshabpur Upazila)
কেশবপুর উপজেলা
কেশবপুর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
এটি খুলনা বিভাগের অধীন যশোর জেলার অন্তর্গত। এর আয়তন ২৫৮.৫৩ বর্গকিলোমিটার। যশোর শহর থেকে এর দুরত্ব ৩২ কিলোমিটার। এর উত্তের মণিরামপুর উপজেলা, দক্ষিণে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে অভয়নগর উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা।
১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর জেলা ঘোষনার সময় থানা ছিল মীর্জানগরে। সেটি ছিল যশোর জেলার দ্বিতীয় বাণিজ্য কেন্দ্র। এখানে উল্লেখ্য যে, ১৭৬৪ খ্রিষ্টাব্দ থেকে ১৭৭২ খ্রিষ্টাব্দ পর্যন্ত রেনেল যে ম্যাপ তৈরি করে বাংলার বা এই অঞ্চলের সেখানে কেশবপুরের নাম ছিল না।
১৮৬৯ খ্রিষ্টাব্দের ১৪ জুন এখানে থানা স্থাপিত হয়। আর উপজেলা হয় ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর। কেশবপুরের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় গাজী এরশাদ আলী। প্রথম নির্বাহী অফিসার ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন।
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে-
- ত্রিমোহিনী ইউনিয়ন
- সাগরদাঁড়ী ইউনিয়ন
- মজিদপুর ইউনিয়ন
- বিদ্যানন্দকাটি ইউনিয়ন
- মঙ্গলকোট ইউনিয়ন
- কেশবপুর ইউনিয়ন
- পাজিয়া ইউনিয়ন
- সুফলাকাটি ইউনিয়ন
- গৌরিঘোনা ইউনিয়ন
- সাতবাড়িয়া ইউনিয়ন
- হাসানপুর ইউনিয়ন
Keshabpur Upazila is an administrative area under Jessore District of Bangladesh.
It belongs to Jessore district under Khulna division. Its area is 258.53 square kilometers. Its distance from Jessore city is 32 km. Manirampur Upazila to the North, Dumuria Upazila of Khulna District to the South, Abhaynagar Upazila to the East, Kalaroa Upazila of Satkhira District to the West.
During the declaration of Jessore district in 1781, the police station was in Mirzanagar. It was the second commercial center of Jessore district. It should be noted here that from 1764 AD to 1772 AD the name of Keshavpur was not there in the map of Bengal or this region made by Raynell.
Police station was established here on 14 June 1869. And the upazila was on 15 December 1982. Gazi Ershad Ali was elected as the first chairman of Keshavpur. The first executive officer was Md. Sajjad Hossain.
The unions of this upazila are-
- Trimohini Union
- Sagardani Union
- Majidpur Union
- Vidyanandakati Union
- Mangalkot Union
- Keshavpur Union
- Pajia Union
- Suflakati Union
- Gourighona Union
- Satbaria Union
- Hasanpur Union
কোন মন্তব্য নেই