যশোর সদর উপজেলা
যশোর সদর উপজেলা
যশোর সদর উপজেলা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
যশোর সদর উপজেলার উত্তরে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে অভয়নগর উপজেলা ও মণিরামপুর উপজেলা, পূর্বে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা ও নড়াইল জেলার নড়াইল সদর উপজেলা, পশ্চিমে ঝিকরগাছা উপজেলা ও চৌগাছা উপজেলা।
যশোর সদর উপজেলায় একটি পৌরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড ও ১৫টি ইউনিয়ন রয়েছে। এগুলো কোতোয়ালী থানা এর অন্তর্ভুক্ত।
পৌরসভা
- যশোর পৌরসভা
ইউনিয়ন
- হৈবতপুর ইউনিয়ন
- লেবুতলা ইউনিয়ন
- ইছালী ইউনিয়ন
- আরবপুর ইউনিয়ন
- উপশহর ইউনিয়ন
- কচুয়া ইউনিয়ন
- কাশিমপুর ইউনিয়ন
- চুড়ামনকাটি ইউনিয়ন
- চাঁচড়া ইউনিয়ন
- নরেন্দ্রপুর ইউনিয়ন
- নওয়াপাড়া ইউনিয়ন
- ফতেপুর ইউনিয়ন
- বসুন্দিয়া ইউনিয়ন
- রামনগর ইউনিয়ন
- দেয়ারা ইউনিয়ন
Jessore Sadar Upazila is an upazila of Jessore district of Bangladesh.
Bagharpara upazila of Jessore district and Kaliganj upazila of Jhenaidah district to the north of Jessore Sadar upazila, Abhaynagar upazila and Manirampur upazila to the south, Bagharpara upazila of Jessore district and Narail Sadar upazila of Narail district to the west, Jhikargacha upazila and Chougacha upazila to the west.
Jessore Sadar Upazila has a municipality, a cantonment board and 15 unions. They belong to Kotwali police station.
Municipality
- Jessore Municipality
Union
- Haibatpur Union
- Lebutala Union
- Ichali Union
- Arabpur Union
- Uposhahor Union
- Kachua Union
- Kashimpur Union
- Churamankati Union
- Chasra union
- Narendrapur Union
- Nawapara Union
- Fatepur Union
- Basundia Union
- Ramnagar Union
- Deyara Union
কোন মন্তব্য নেই