পলাশবাড়ী উপজেলা (Palashbari Upazila)
পলাশবাড়ী উপজেলা
পলাশবাড়ী বাংলাদেশের গাইবান্ধা জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। প্রশাসন পলাশবাড়ী থানা গঠিত হয় ১৫ মার্চ ১৯৩৭ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
পলাশফুলের বাগান থাকায় পলাশফুলের নামে পলাশবাড়ী নাম করণ হয়েছে বলে লোক স্মৃতিতে জানা যায়। কবি জসীমউদ্দিন এ উপজেলা থেকে ঘুরে আসার পর নিজের বাড়ির নাম দিয়েছিলেন পলাশবাড়ী। এ উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তর বংগের গাইবান্ধা জেলার ব্রক্ষপুত্র নদের ডান তীরে ২৫.০৩ হতে ২৫.৩৯ উত্তর অক্ষাংশে এবং ৮৯.১২ হতে ৮৯.৪২ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ১৯০.৬৭ বর্গ কিমি আয়তনের এই উপজেলাটির উত্তরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ও সাদুল্লাপুর উপজেলা, দক্ষিণে গোবিন্দগঞ্জ উপজেলা; পূর্বে গাইবান্ধা সদর উপজেলা ও সাঘাটা উপজেলা, পশ্চিমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা।
পলাশবাড়ী উপজেলার আয়তন- ১৮৫.৩৩ বর্গকিঃমিঃ। পৌরসভা- ১টি ও ইউনিয়ন - ৮টি। পলাশবাড়ী পৌরসভা ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পলাশবাড়ী পৌরসভার মোট আয়তন ১৮.৩৮ বর্গকি.মি ও ২৪ টি মৌজা নিয়ে গঠিত। এর ওয়ার্ড সংখ্যা-০৯ টি।
Palashbari Upazila
Palashbari is an administrative area under Gaibandha district of Bangladesh. Administration Palashbari Thana was formed on 15 March 1937 and the Thana was converted into an Upazila in 1983.
It is known in folk memory that Palashbari was named after Palashflower because of the garden of Palashflower. Poet Jasimuddin named his house Palashbari after visiting this upazila. The geographical location of this upazila is located between 25.03 to 25.39 north latitude and 89.12 to 89.42 east longitude on the right bank of Brakshaputra river in Gaibandha district of North Bengal. This upazila with an area of 190.67 square km is to the north of Rangpur District's Pirganj Upazila and Sadullapur Upazila, to the south is Gobindganj Upazila; East is Gaibandha Sadar Upazila and Saghata Upazila, west is Ghoraghat Upazila of Dinajpur district.
The area of Palashbari Upazila is 185.33 square km. Municipal - 1 and Union - 8. Palashbari Municipality was established in 2011 but officially started operations in 2019. Palashbari municipality has a total area of 18.38 sq km and consists of 24 mauzas. Its ward number is 09.
কোন মন্তব্য নেই