কিশোরগঞ্জ উপজেলা (Kishoreganj Upazila)
এ উপজেলার উত্তরে জলঢাকা উপজেলা, পূর্বে রংপুর জেলার গংগাচড়া উপজেলা, দক্ষিণে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা ও পশ্চিমে নিলফামারী সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলা।
কিশোরগঞ্জ উপজেলা প্রথমতঃ থানা হিসাবে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উপজেলায় রুপান্তরিত হয়। একসময় এখানে একটি প্রভাবশালী জমিদার পরিবার বাস করত এবং জমিদারের নাম ছিল কিশোরী মোহন রায়। সাধারণ লোকের ধারণা যে উপজেলার নামের উৎপত্তিতে "কিশোরী" নামের সাথে "গঞ্জ" শব্দটি যোগ হয়ে কিশোরীগঞ্জ হয়েছিল যা পরবর্তীতে কিশোরগঞ্জ নামে পরিবর্তিত হয়েছে।
কোন মন্তব্য নেই