Header Ads

Header ADS

বদরগঞ্জ উপজেলা

বদরগঞ্জ উপজেলা
রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে  বদরগঞ্জ একটি উপজেলা । রংপুর শহর থেকে ২৩ কি:মি: পশ্চিমে বদরগঞ্জ উপজেলার অবস্থান। এর উত্তরে তারাগঞ্জ উপজেলা, পূর্বে সদর উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা এবং পশ্চিমে  ইতিহাস আলোড়িত করতোয়া নদী ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অবস্থান। মাতামত্মরে জানযায় বদরগঞ্জ উপজেলা বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক হযরত বদও শাহ্ এর নাম অনুসারে হয়েছে।  বদরগঞ্জ উপজেলা ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌর সভার সমন্বয়ে গঠিত। উপজেলার সর্বমোট আয়তন ৩০১.২৯ ব:কি। সর্বশেষ আদমশুমারী ২০১১ অনুযায়ী মোট জনসংখ্যা ২৮৭৭৪৬ জন ( ১৪৪২৫৪ জন পুরুষ ও ১৪৩৪৯২ জন মহিলা)। এ উপজেলা উত্তর দক্ষিণে বিস্তৃত তিন চতুথাংশ বারেন্দ্রীক এবং বাকী অংশ পলি ও বালু মাটি দ্বারা সবুজ সমতল ভূমিতে গঠিত। বদর পীরের মাজার, ভীমেরগড়, লালদিঘী ৯ গুম্বুজ মসজিদ, নান্দিনার দিঘি, গোপালপুর জমিদার বাড়ী ইত্যাদি প্রচীন স্থান সমূহ এই উপজেলার অন্তগত।

দর্শণীয় স্থান সমুহঃ লালদীঘি ৯ গম্বুজ মসজিদ, গোপালপুর জমিদারবাড়ী, অবসর নান্দিনার দীঘি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.