Header Ads

Header ADS

ডিমলা উপজেলা

ডিমলা উপজেলা


ডিমলা উপজেলা
ডিমলা বাংলাদেশর রংপুর বিভাগ নীলফামারী জেলা-এ অবস্থিত। ডিমলা নীলফামারী জেলাধীন উত্তর সীমান্তবর্তী একটি অবহেলিত উপজেলা । উপজেলার উত্তরে ভারতের কুচবিহার জেলা, পূর্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা, দক্ষিণে জলঢাকা উপজেলা ও পশ্চিমে ডোমার উপজেলা । ডিমলা উপজেলার পূর্ব দিক দিয়ে তিস্তা নদী, মধ্যবর্তী স্থান দিয়ে নাউতারা নদী , পশ্চিম প্রান্তে তিস্তা নদী প্রবাহিত । তিস্তা নদী এ উপজেলার ৫ টি ইউনিয়নের আংশিক এলাকার উপর দিয়ে প্রবাহিত । দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ‘তিস্তা সেচ প্রকল্প’ এ উপজেলায় বিদ্যমান । এছাড়া তিস্তা নদীতেও একটি ক্ষুদ্র সেচ প্রকল্প রয়েছে ।

ইতিহাস
ডিমলা মৌজায় তেলস্নাই নামক এটি বিল আছে । বহুকাল পূর্বে এবিলে দেশ- বিদেশ হতে বহু অতিথি পাখি আসতো এবং অসংখ্য ডিম দিত । কথিত আছে যে, এসব হাঁস ও ডিমের আকর্ষণে দুর দূরান্ত হতে অনেক সওদাগর আসতো। ডিমের প্রতুলতার কারণে স্থানের নাম দিয়েছিলেন ডিমলা ।

বৃটিশ ভারত শাসনামলে অত্র এলাকায় মহারাজা ছিলেন শ্রী জানকি বল্লব সেন । তার ডিম্বাকৃতির একটি সুরম্য অট্টালিকা ছিল । ডিম্বাকৃতির অট্টালিকার আকার অনুসারে এলাকার নাম হয় ডিমলা । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.