মণিরামপুর উপজেলা (Manirampur Upazila)
মণিরামপুর উপজেলা
মণিরামপুর বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
এর আয়তন ৪৪৪.৭৩ বর্গ কিলোমিটার (১৭১.৭৩ বর্গমাইল)। উত্তরে যশোর সদর উপজেলা, দক্ষিণে কেশবপুর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে অভয়নগর উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা ও ঝিকরগাছা উপজেলা। এখানকার প্রধান নদ-নদী সমুহ: হরিহর, মুক্তেশ্বরী এবং কপোতাক্ষ।
জনশ্রুতি আছে রাজা সীতারাম রায়ের উকিল মুণিরাম রায়ের নাম ধরে জনপদের নাম হয়েছে মণিরামপুর। ঊনবিংশ শতকের প্রথম দশকে চাঁচড়া রাজবাড়ীর জনৈক মহিলা এখানে একটি মস্তবড় পুকুর খনন করেন। আজও তা কালের স্বাক্ষী হয়ে আছে।
মণিরামপুর উপজেলা হরিহর নদীর তীরে অবস্থিত।
জনশ্রুতি আছে যে, রাজা সীতারাম রায়ের আইনজীবী মুনিরাম রায়ের নামানুসারে মণিরামপুর উপজেলার নামকরণ করা হয়েছিল। চাঁচড়া ব্যাসিলিকা (রাজা প্রাসাদ) এর কিছু মহিলা এখানে একটি বড় পুকুর খনন করেছিলেন যা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি উনবিংশ শতাব্দীর প্রথম দশকে খনন করা হয়। রাজারা ত্রিমোহনী সংযোগ সড়কে মণিরামপুর থেকে রাজগঞ্জ পর্যন্ত নয় কিলোমিটার সড়ক নির্মাণ করেন। মণিরামপুর ১৭৮৫ সাল থেকে পরিচিত।
১৫ এপ্রিল ১৯৮৩ সালে মণিরামপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১টি পৌরসভা, ৯টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন পরিষদ, ২৪৬টি মৌজা এবং ২৪৯টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলা।
ইউনিয়নগুলো হলো–
- কাশিমনগর ইউনিয়ন
- কুলটিয়া ইউনিয়ন
- খানপুর ইউনিয়ন
- খেদাপাড়া ইউনিয়ন
- চালুয়াহাটি ইউনিয়ন
- ঝাঁপা ইউনিয়ন
- ঢাকুরিয়া ইউনিয়ন
- দুর্বাডাঙ্গা ইউনিয়ন
- নেহালপুর ইউনিয়ন
- ভোজগাতি ইউনিয়ন
- মণিরামপুর ইউনিয়ন
- মনোহরপুর ইউনিয়ন
- মশ্বিমনগর ইউনিয়ন
- রোহিতা ইউনিয়ন
- শ্যামকুড় ইউনিয়ন
- হরিদাসকাটি ইউনিয়ন
- হরিহরনগর ইউনিয়ন
Manirampur Upazila
Manirampur is an upazila in Jessore district of Bangladesh.
It has an area of 444.73 square kilometers (171.73 sq mi). Jessore Sadar Upazila in the North, Keshabpur Upazila and Dumuria Upazila of Khulna District in the South, Abhaynagar Upazila in the East, Kalaroa Upazila and Jhikargacha Upazila of Satkhira District in the West. Major rivers here are: Harihar, Mukteswari and Kapotaksha.
According to legend, the town was named Manirampur after Raja Sitaram Roy's lawyer Muniram Roy. In the first decade of the 19th century, a lady of Chanchra Rajbari dug a huge pond here. Even today it is a witness of time.
Manirampur Upazila is located on the banks of Harihar River.
Legend has it that Manirampur Upazila was named after Raja Sitaram Roy's lawyer Muniram Roy. Some ladies of Chanchra Basilica (King's Palace) dug a large pond here which still stands as a witness of time. It was excavated in the first decade of the nineteenth century. The kings built a nine kilometer road from Manirampur to Rajganj on the Trimohani link road. Manirampur is known since 1785.
On 15 April 1983, Manirampur Thana was upgraded to Upazila. This upazila consists of 1 municipality, 9 wards, 17 union councils, 246 mauzas and 249 villages.
Unions are:
- Kashimnagar Union
- Cultia Union
- Khanpur Union
- Khedapara Union
- Chaluahati Union
- Jhampa Union
- Dhakuria Union
- Durbadanga Union
- Nehalpur Union
- Bhojgati Union
- Manirampur Union
- Manoharpur Union
- Mashvimnagar Union
- Rohita Union
- Shyamkur Union
- Haridaskati Union
- Hariharnagar Union
কোন মন্তব্য নেই