Header Ads

Header ADS

কচুয়া উপজেলা (Kachua Upazila)

 কচুয়া উপজেলা

https://msakter.blogspot.com

কচুয়া উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। 

এই উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, দক্ষিণে মোড়েলগঞ্জ উপজেলা, পূর্বে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা, পশ্চিমে বাগেরহাট সদর উপজেলা। 

কচুয়া উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে - 

  • বাধাল ইউনিয়ন, 
  • গজালিয়া ইউনিয়ন 
  • ধোপাখালী ইউনিয়ন 
  • মঘিয়া ইউনিয়ন 
  • কচুয়া ইউনিয়ন 
  • গোপালপুর ইউনিয়ন 
  • রাড়ীপাড়া ইউনিয়ন 

কচুয়া উপজেলার নামকরণ জমিদার কচু রায়ের নামানুসারে করা হয়েছে বলে শোনা যায়। কচুয়া উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার। কচুয়া পূর্বে বাকেগঞ্জ তথা বরিশালের একটি প্রশাসনিক ইউনিট ছিল। ১৮৬৩ সালে বাগেরহাটকে মহকুমা করা হলে কচুয়াকে বরিশাল থেকে কেটে এনে বাগেরহাটের (তৎকালীন যাশোর জেলার) অন্তর্ভুক্ত করা হয়। নারিকেল সুপারী উৎপাদনে কচুয়ার বিশেষ খ্যাতি রয়েছে। কচুয়া উপজেলার উল্লেখযোগ্য জলাশয় হিসেবে বলেশ্বর, ভৈরব, তালেশ্বর ও বিষখালী নদী ও লড়ার খাল উল্লেখযোগ্য।

Kachua Upazila

Kachua Upazila is an administrative area of ​​Bagerhat District, Bangladesh.

Chitalmari upazila in the north of this upazila, Morelganj upazila in the south, Nazirpur upazila and Pirojpur Sadar upazila of Pirojpur district in the east, Bagerhat Sadar upazila in the west.

The Unions of Kachua Upazila are -

  • Badal Union,
  • Ghazalia Union
  • Dhopakhali Union
  • Maghia Union
  • Kachua Union
  • Gopalpur Union
  • Raripara Union

Kachua Upazila is said to have been named after Zamindar Kachu Roy. The area of ​​Kachua Upazila is 131.62 square kilometers. Kachua was formerly an administrative unit of Bakeganj i.e. Barisal. When Bagerhat was sub-divided in 1863, Kachua was carved out of Barisal and included in Bagerhat (then Jashore district). Kachua is particularly famous for the production of coconut betel nuts. Baleshwar, Bhairab, Taleshwar and Bishkhali rivers and Ladar canal are significant water bodies of Kachua upazila.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.