ডুমুরিয়া উপজেলা (Dumuria Upazila)
ডুমুরিয়া উপজেলা
ডুমুরিয়া উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা।
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা। এই জেলার ৯টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া। নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। অবস্থান: ২২°৩৯´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে যশোর জেলার মণিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা ও ফুলতলা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলা ও পাইকগাছা উপজেলা, পূর্বে খানজাহান আলী থানা, খালিশপুর থানা এবং সোনাডাঙ্গা থানা ও বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা উপজেলা, যশোর জেলার অভয়নগর উপজেলা, মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা। জলাশয় প্রধান নদী: শিবসা নদী ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। প্রশাসন থানা গঠিত হয় ২৫ মার্চ ১৯১৮ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
এই উপজেলার ইউনিয়নসমূহ হছে ১৪ টি।
ডুমুরিয়ার ইতিহাস প্রাচীনতম। ধারণা করা হয় এ অঞ্চলটি পুন্ড্র এর অপভ্রংশ। পুন্ড্র সময়কালে এ অঞ্চলে বাগাদি ও বাছাড় নামে প্রধান দুটো জাতি বসবাস করতো। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে দশম শতকে এ অঞ্চল মূলত ভারত রাজার অধীনে ছিল। মধ্যযুগে আলাউদ্দিন শাহ এবং হযরত শেখ আফজাল এর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
Dumuria Upazila
Dumuria Upazila is an administrative area of Khulna District, Bangladesh.
Khulna is a divisional city in South Western region of Bangladesh. Dumuria is the largest upazila among the 9 upazilas of this district. Area of riverine Dumuria upazila is 454.23 square kilometers. Location: 22°39' to 22°56' North latitude and 89°15' to 89°32' East longitude. Manirampur Upazila, Abhaynagar Upazila and Fultala Upazila of Jessore District on the North, Batiaghata Upazila and Paikgacha Upazila on the South, Khanjahan Ali Thana, Khalishpur Thana and Sonadanga Thana and Batiaghata Upazila on the East, Tala Upazila of Satkhira District, Abhaynagar Upazila, Manirampur Upazila and Keshavpur Upazila on the West. Reservoir Major Rivers: Sibsa River and Singrail. Principal Bill: Bill Dakatiya. Administration Thana was formed on 25th March 1918 and Thana was converted into Upazila in 1983.
There are 14 unions in this upazila.
The history of Dumuria is the oldest. It is believed that this region is a corruption of Pundra. During the Pundra period, two main castes, Bagadi and Bachar, lived in this region. According to historian Satish Chandra Mitra, the region was originally under Bharat Raja in the 10th century. During the Middle Ages, Muslim rule was established in the region by Alauddin Shah and Hazrat Sheikh Afzal in the middle of the fifteenth century.
কোন মন্তব্য নেই