তেরখাদা উপজেলা (Terkhada Upazila)
তেরখাদা উপজেলা
তেরখাদা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।
তেরখাদা ভৌগোলিক ভাবে ২২.৯৪১৭° উত্তর অক্ষাংশ ও ৮৯.৬৬৯৪° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। তেরখাদা উপজেলার মোট আয়তন ১৮৯.৪৮ বর্গকিলোমিটার। এই উপজেলার উত্তরে নড়াইল জেলার কালিয়া উপজেলা, দক্ষিণে রূপসা উপজেলা, পুর্বে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, পশ্চিমে দিঘলিয়া উপজেলা।
তেরখাদা উপজেলায় ৬ টি ইউনিয়ন রয়েছে। মৌজা ৩২ টি। মোট গ্রামের সংখ্যা ৯৯ টি। তেরখাদা উপজেলার অন্তর্গত ৬ টি ইউনিয়ন। তেরখাদা নামকরনের ইতিহাস সম্পর্কে স্থানীয় জনগণ বিশ্বাস করেন, বহু পুর্বে নড়াইলের জমিদার বরদা প্রসাদ রায় এখানে ১৩ খাদা (১ খাদা= ১০০ বিঘা) জমি কেনেন রাত্রিযাপনের জন্য। তিনি খুলনা থেকে এ পথে ফিরছিলেন। সেই সময়ে এই স্থান তার অত্যন্ত ভাল লেগে যায়। সেই তের খাদা জমির নামানুসারে আজ অব্দি এই ভূখণ্ড তেরখাদা নামে পরিচিত।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তেরখাদা উপজেলা ৯নং সেক্টরের অধীন ছিল। ১৫ মে কুখ্যাত রাজাকার গাউস মোল্যা'র প্রত্যক্ষ ইন্ধনে পাকবাহিনী সাহাপাড়া ও সাচিয়াদহ গ্রামে ব্যাপক নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ উপজেলার মুক্তিযোদ্ধারা পাতলা ক্যাম্প থেকে সমগ্র উত্তর খুলনা এলাকায় জুড়ে যুদ্ধ পরিচালনা করে এবং পাকবাহিনী যুদ্ধের ৯ মাসে তাদের মূলঘাটি পাতলা ক্যাম্প কখনো দখল করতে পারেনি।
Terkhada Upazila
Terkhada is an upazila in Khulna district of Bangladesh.
Terkhada is geographically located at 22.9417° North Latitude and 89.6694° East Longitude. The total area of Terkhada Upazila is 189.48 square kilometers. To the north of this upazila is Kalia upazila of Narail district, to the south is Rupsa upazila, to the east is Mollahat upazila of Bagerhat district, to the west is Dighlia upazila.
There are 6 Unions in Terkhada Upazila. Mouza 32. The total number of villages is 99. 6 Unions belong to Terkhada Upazila. Local people believe about the history of Terkhada naming, long ago Narail zamindar Barda Prasad Roy bought 13 Khada (1 Khada = 100 Bigha) of land here for overnight stay. He was returning this way from Khulna. At that time he liked this place very much. This land is still known as Terkhada after the name of that Terkhada land.
In 1971 Terkhada Upazila was under Sector 9 during the Liberation War. On May 15, under the direct instigation of the infamous Razakar Ghaus Molya, the Pak forces carried out massive torture, arson and looting in Sahapara and Sachiadah villages. The freedom fighters of this upazila waged war from the thin camp in the entire North Khulna area and the Pak army never captured their Mulghati thin camp in the 9 months of the war.
কোন মন্তব্য নেই