ঘোড়াঘাট উপজেলা (Ghoraghat Upazila)
ঘোড়াঘাট উপজেলা
ঘোড়াঘাট উপজেলা বাংলাদেশের দিনাজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। রংপুর বিভাগের দিনাজপুর জেলার দক্ষিণের সর্বশেষ উপজেলা এটি। জেলা সদর হতে এই উপজেলার দূরত্ব ৯৬ কিলোমিটার । এ উপজেলার উত্তরে নবাবগঞ্জ উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, দক্ষিণে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পূর্বে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, পশ্চিমে হাকিমপুর উপজেলা। এই উপজেলার আয়তন ৫৭.৩৭ বর্গমাইল বা ১৪৮.৭৪ বর্গ কিলোমিটার।
ঘোড়াঘাট উপজেলার মোট ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে।
Ghoraghat Upazila
Ghoraghat Upazila is an administrative area of Dinajpur District, Bangladesh. It is the last upazila in the south of Dinajpur district of Rangpur division. The distance of this upazila from the district headquarters is 96 km. Nawabganj upazila and Pirganj upazila of Rangpur district to the north of this upazila, Panchbibi upazila of Jaipurhat district and Gobindganj upazila of Gaibandha district to the south, Palashbari upazila of Gaibandha district and Pirganj upazila of Rangpur district to the west, Hakimpur upazila to the west. The area of this upazila is 57.37 square miles or 148.74 square kilometers.
Ghoraghat Upazila has a total of 4 Unions and 1 Municipality.
কোন মন্তব্য নেই