Header Ads

Header ADS

কাউনিয়া উপজেলা


 কাউনিয়া উপজেলার পটভূমি

রংপুর জেলার ইতিহাস গ্রন্থে বলা হয়েছে যে, অতীতে এখানে কাউনিয়া নামে একটি ঐতিহ্যবাহী বর্ধিষ্ণু গ্রাম ছিল যা তিস্তা নদীর করালগ্রাসে বিলীন হয়ে গেছে। উক্ত গ্রামের নামানুসারে এ এলাকার নাম হয়েছে কাউনিয়া। অন্য এক জনশ্রুতি মতে এ এলাকায় কাউন নামক এক প্রকার দানাদার খাদ্য শস্য প্রচুর ভাবে চাষ হত এবং চাহিদাও ছিল প্রচুর। চাষাবাদ নিয়ে এলাকায় নানান রকম বিবাদ এবং মারামারী সংঘটিত হওয়ার কারনে এ এলাকার ব্যাপক পরিচিত ঘটে। কাউন শব্দের সাথে ইয়া প্রত্যয় হিসাবে কাউনিয়া নামের প্রচলন হয় বলে জানা যায়। এছাড়াও ১৭৬৯ খ্রীষ্টাব্দে রংপুরে ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ হয়। এ সময় রংপুরে ইংরেজ তত্ত্বাবধায়ক ছিলেন মিঃগ্রুস। তিনি কাউনিয়া এলাকা থেকে রংপুরে খাদ্য শস্য আমদানি করার জন্য কাউনিয়ায় আড়ত গড়ে তুলেছিলেন যেখানে ইংরেজ, ফরাসী ও আরমানিয়াম বণিকেরাও ব্যবসা করতেন। খাদ্য শষ্য পরিবহনের জন্য ব্যবহৃত হত গরুরগাড়ি। গরুরগাড়িকে বলা হত কাউকার্ট। এই কাউকার্ট শব্দ থেকেও অপভ্রংশের মধ্য দিয়ে কাউনিয়া নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.