Header Ads

Header ADS

রংপুর সদর উপজেলা


 ভৌগলিক পরিচিতি

উপজেলার ভৌগলিক অবস্থানঃ  রংপুর সদর উপজেলা (রংপুর জেলা) আয়তন ১২৭ বর্গ কিঃমিঃ।(সংশোধিত)।উত্তরে গঙ্গাচড়া উপজেলা, দক্ষিণে মিঠাপুকুর উপজেলা, পূর্বে কাউনিয়া ও পীরগাছা উপজেলা, পশ্চিমে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা। উপজেলা শহর ঘাঘট নদীর তীরে অবস্থিত। ২৫০০৩/উঃ অক্ষাংশ হতে ২৬০০০ উঃ অক্ষাংশ এবং ৮৮০৫৭/পূর্ব দ্রাঘিমাংশ হতে ৮৯০৩২/পূর্ব দ্রাঘিমাংশ পর্যমত্ম বর্তমান রংপুর জেলা বিস্তৃত।

রংপুর সদর উপজেলার পটভূমি

রংপুর বা রঙ্গঁপুর নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা বহুসংখ্যক হলেও মোগল অধিকৃতের পূর্বে এই অঞ্চলের নামকরণে রংপুর বা রঙ্গঁপুর শব্দটি পাওয়া যায়না। রংপুর বা রঙ্গঁপুর নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যাগুলোর মধ্যে কয়েকটি উল্লেখ করা যেতে পারে।

রঙ্গঁ শব্দটি ফার্সী শব্দ। এর অর্থ প্রমোদ, রসিকতা, নাট্যকর্ম (রঙ্গঁশালা)। প্রায় তিন হাজার বছর পূর্বে প্রাগজ্যোতিষপুর রাজাদের আমলে এ অঞ্চলে নট-নটি ও বারবনিতারা রঙ্গাঁলয়ের সাথে জড়িত ছিল। পরবর্তিতে মধ্যযুগ এবং ইংরেজ আমলেও বরেন্দ্র অঞ্চলের সামমত্ম রাজা জমিদারদের প্রমোদখানা ও ভোগ বিলাসের চিহ্ন পাওয়া যায়। বৃটিশ আমলে এডওয়ার্ড মেমোরিয়াল হল যা আজকের পাবলিক লাইব্রেরী ভবন তার উদাহরণ। এধরনের রঙ্গঁবসিকতার আধিক্যহেতু এতদঞ্চলের নাম রঙ্গঁপুর এবং ভাষামত্মরে রংপুর হয়েছে।

'রঙ্গঁ' শব্দটির অন্য একটি অর্থ যুদ্ধ। প্রত্মতাত্ত্বিক গবেষণায় দেখা যায় মধ্যযুগের রংপুর অঞ্চলে অসংখ্য যুদ্ধ-বিগ্রহ সংঘঠিত হয়েছে। তৎকালীন রাজধানী ঘোড়াঘাটকেন্দ্রিক যুদ্ধ ব্যতিত ১৬৮৭ সাল হতে ১৭১১ সাল পর্যমত্ম এই ভূ-খন্ডে অসংখ্য যুদ্ধ ঘটে গেছে। এজন্যই এ অঞ্চলের নাম হয়েছে জঙ্গঁপুর বা রঙ্গঁপুর। 'বাঙালির ইতিহাস' গ্রন্থে প্রখ্যাত ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায় রঙ্গঁপুর নামকরণে লাল মাটি অধ্যুষিত বৌদ্ধ প্রভাবিত রংপুরের কথা বলেছেন। রংপুর অঞ্চলে লাল মাটি বা খিয়ারমাটির এলাকা অত্যন্ত সীমিত। সুতরাং লাল-মাটির আধিক্য অধ্যুষিত রংপুরের সংগে এ অঞ্চলের সাযুজ্য অত্যন্ত সীমিত।

রংপুর জেলার অধিকাংশ অঞ্চলে তিসত্মা নদীর পুরাতন পস্নাবন ভূমি রয়েছে। এই তিসত্মা নদীর মধ্যযুগে দিসত্মাং নামে পরিচিত ছিল। দিস্তাং অঞ্চলে প্রায় দুই-তিন হাজার বছর আগে বিশেষ একটি ভাষাগোষ্ঠীর ভাষা 'রং' ভাষা। অন্যদিক তিসত্মা বা দিসত্মাং নদীর আদিনাম রংপো বা রংপু। তাই রংপু বা তিসত্মার অববাহিকায় অবস্থিত বলে এর নাম রংপুর হতে পারে।

William Hunter এর Statistical Accounts of Rangpur District হতে জানা যায় ১৬৬০-৬১ সালে মোগল অধিকৃতের পর রংপুর অঞ্চলের নামকরণ হয় 'ফকির কুন্ডি'। অর্থাৎ মোগল অধিকৃতের পরে রংপুর নামকরণ হয়। সুতরাং রঙ্গঁপুর বা রংপুর নামকরণের ঐতিহাসিক উৎপত্তি মধ্যযুগ। আর রংপুরের মধ্যযুগের ইতিহাস নানা যুদ্ধ-বিগ্রহে সমাচ্ছন্ন। অন্যদিকে প্রাচীন ও মধ্যযুগীয় সামমত্ম সমাজে বাংলার প্রতিটি অঞ্চলেই রঙ্গঁশালা, প্রমোদ উদ্যান ছিল। শুধু রংপুরেই রঙ্গঁরসের আধিক্য হেতু নামকরণে প্রভাব ফেলেছে এমন ভাবনা অনেকেই সমর্থন করেননি। তাই রঙ্গঁপুর নামকরণে মধ্যযুগীয় যুদ্ধ-বিগ্রহের প্রভাব অপেক্ষাকৃত বেশী যৌক্তিক বলে আমরা মনে করতে পারি।নগরায়ন চতুর্দশ শতকের শুরম্নতে কামরূপ রাজ্য ভেঙ্গে কামতা রাজ্য তৈরী হয়। কামতারাজ্যের আরেকটি নাম কামতা বিহার। বর্তমান রংপুরের নয় কি.মি. পশ্চিমে মন্থনা মৌজায় কামতা রাজ্যের একটি প্রতিরোধ দুর্গের ধ্বংসাবশেষ আছে। বর্তমান রংপুর শহর হতে পূর্ব দিকে তামপাট ইউনিয়ন পরিষদের এলাকাটি মীরগঞ্জ নামে পরিচিত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.