হাতিবান্ধা উপজেলা (Hatibandha Upazila)
হাতিবান্ধা উপজেলা
হাতিবান্ধা বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা।
এই উপজেলার উত্তরে পাটগ্রাম উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে কালীগঞ্জ উপজেলা, পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও জলঢাকা উপজেলা।
এই উপজেলার অন্তর্গত ইউনিয়ন ১২ টি।
এই এলাকার বেশীরভাগ লোকজন কৃষি কাজ করে। উপজেলাটির তিস্তা তীরবর্তী চরাঞ্চলে হওয়ায় এখানে তামাক ভুট্টাসহ বিভিন্ন ফসলের ভাল ফলন হয়। এছারাও এই উপজেলায় রয়েছে বিভিন্ন পেশাজীবী যেমন ডাক্তর, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, শিক্ষক, ইত্যাদি।
Hatibandha Upazila
Hatibandha is an upazila in Lalmonirhat district of Bangladesh.
To the north of this upazila is Patgram upazila and West Bengal of India, to the south is Kaliganj upazila, to the east is West Bengal of India, to the west are Dimla upazila and Jaldhaka upazila of Nilphamari district.
There are 12 unions under this upazila.
Most of the people in this area are engaged in agriculture. As the upazila is in the grasslands on the banks of the Teesta, there is a good yield of various crops including tobacco and maize. There are also various professionals in this upazila such as doctors, engineers, bankers, teachers, etc.
কোন মন্তব্য নেই