বীরগঞ্জ উপজেলা (Birganj Upazila)
১৭৯৩ সালে ঘোড়াঘাট অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হলে় বীরগঞ্জ থানা ১৮৭৩ সনে দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার মাঝামাঝি স্থানে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নত করা হয়। ইহা দিনাজপুর জেলা হতে ২৮ কি: মি: দূরে একটি খাদ্য উদ্বৃত্ত উপজেলা। ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত।
এর আয়তন ৪১৩ বর্গ কি: মি:। অত্র উপজেলার মধ্য দিয়ে ঢেপা ও করতোয়া নামীয় ২টি নদী প্রবাহিত হয়েছে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, সাঁওতাল উপজাতীসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক এই উপজেলায় বাস করে। প্রত্যেকের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মাথাপিছু জমির পরিমাণ ০.৩১ একর। ভুট্টা, ধান, গম, পাট, আলু, সরিষা, শাক-সবজ্বি ও ফলমূল ইত্যাদি এই উপজেলার প্রধান ফসল। চাউলের মিল ছাড়া অন্যান্য শিল্প কারখানা গড়ে উঠেছে।
দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ০৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ০৪টি মৌজার আংশিক এলাকা আয়তনে ৬.৩০বর্গ কি.মি. ; ১৫ জুন ২০০২ সালে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত হয়।
Birganj Upazila
Birganj Upazila separates Thakurgaon and Dinajpur districts. From it, the Dinajpur district headquarters is 28 km away. Its borders are as follows: Debiganj Upazila of Panchagarh District borders it on the south; Kaharol Upazila borders it on the west; Khansama Upazila borders it on the east; and Pirganj Upazila borders it on the west.
Ghoraghat was established as a thana in the undivided Dinajpur district in 1793, whereas Birganj thana was established in 1873 at the intersection of the districts of Thakurgaon and Dinajpur. It was elevated to Upazila in 1983. Upazila for food surplus, comprising one municipality and eleven unions, is situated 28 kilometers from the Dinajpur district.
It has 413 square meters of area. This UPA is traversed by the Dhepa and Karatoa rivers. This upazila is home to members of several communities, such as Muslims, Hindus, Christians, and Santal tribes. Everyone lives in peace with the community. There are 0.31 acres of land per person. The principal crops grown in this upazila are maize, rice, wheat, jute, potatoes, mustard, vegetables, and fruits. There are now other enterprises developed than rice mills.
Situated north of the Dinajpur district along the Dinajpur-Panchgarh route, Birganj Upazila is a sizable upazila made up of eleven unions. This Upazila Sadar's portion 04 Mauza of Sujalpur Union Parishad No. 05 is 6.30 square kilometers; Birganj Municipality was founded on June 15, 2002.
কোন মন্তব্য নেই